Howrah: প্রেমিকাকে iPhone, হবু শ্বাশুড়িকে ফ্ল্যাট গিফট! ডাকাতির টাকায় দেদার শপিং প্রেমিকের

বাংলা হান্ট ডেস্কঃ সব প্রেমিকরাই চায় প্রেমিকাকে আজীবনের সঙ্গী বানিয়ে রাখতে বা তাকে খুশি রাখতে দামি দামি উপহার দেওয়া। আর সেই উপহার যদি iPhone বা ফ্ল্যাটের চাবি হয়, তাহলে তো কোনও কথাই থাকে না। এরকমই এক ঘটনা ঘটেছে হাওড়ার বেলিলিয়াস রোডের শিল্পাঞ্চল এলাকায়। যেখানে এক প্রেমিক তাঁর প্রেমিকা খুশি করার জন্য শুধু আইফোনই দেয়নি, প্রেমিকার মা মানে তাঁর হবু শ্বাশুড়িকে ফ্ল্যাটও কিনে দিয়েছে।

তবে এই বিলাসবহুল উপহারগুলি কষ্টের উপার্জনের টাকা নয়। এগুলো এসেছে ডাকাতি থেকে। হাওড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ তদন্তে নেমে তিনজনে গ্রেফতারও করেছে। যদিও এখনও দুজনকে ধরতে পারেনি পুলিশ। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ বেলিলিয়াস রোডে একটি লোহার দোকান থেকে ১ কোটি টাকা লুঠের ঘটনা প্রকাশ্যে আসে। টাকা নিয়ে পালানোর সময় দুষ্কৃতীদের গাড়ি যানজটে আটকে পড়ে। এরপর তারা প্রকাশ্য রাস্তায় বন্দুক উঁচিয়ে পালানো শুরু করে। দুষ্কৃতীদের এই কাণ্ড সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল। পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর সেই দোকানের কারবারের তিন দালালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের তদন্তে উঠে আসে যে, যখন সেই ডাকাতির ঘটনা ঘটছিল, তখন তিনজন দালাল দোকানের আশেপাশেই ছিল। দালালদের জিজ্ঞাসাবাদ করেই দুষ্কৃতীদের সম্পর্কে জানা যায়। এরপর একে একে তাদের গ্রেফতারও করা হয়। তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জেরায় ভিকি নামের এক দুষ্কৃতী স্বীকার করে যে, লুটপাট চালানোর পর তারা টাকা ভাগ বাটোয়ারা করে নিজের বাড়িতে চলে গিয়েছিল।

অভিযুক্ত ভিকি সেই লুঠের টাকা দিয়ে তাঁর প্রেমিকা পেশায় বার ড্যান্সার মহিমা সিংকে একটি আইফোন প্রো ম্যাক্স ১৩ কিনে দিয়েছিল। এছাড়াও মহিমার মাকে একটি ফ্ল্যাট কিনতে সাড়ে চার লক্ষ টাকা পাঠায় ভিকি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাজ্জ্বব হয়ে গিয়েছে সবাই। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে জড়িত আরও দুই জনের খোঁজ চালাচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর