পূজোয় গভীর রাত অবধি চলবে ট্রেন, জানালো পূর্ব রেল

রাজীব মুখার্জী, হাওড়া –পুজোর সময় হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আজ হাওড়া স্টেশনের ডিআরএম অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া মন্ডলের ডিআরএম, আরপিএফের উচ্চপদস্থ আধিকারিকরা, জিআরপি আধিকারিক এবং বিভিন্ন জেলার পুলিশ এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

এই বৈঠকে ঠিক হয়, পুজোর চার দিন হাওড়া স্টেশনের যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেজন্যে যাবতীয় বন্দোবস্ত করা হবে। স্টেশন চত্বরে আরপিএফ এবং জি আরপি কর্মীর সংখ্যা বাড়ানো হবে। এর পাশাপাশি সাদা পোশাকে জিআরপি কর্মীর সংখ্যাও বাড়ানো হবে। রেল প্রশাসনের আশা ওই কদিন কমপক্ষে বারো লক্ষ মানুষ হাওড়া স্টেশন হয়ে পূজা মণ্ডপ দর্শনে বেরোবেন।

shutterstock 715863751 e1514311727881

গভীর রাত অবধি ট্রেন চালানো হবে। যেকোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এক বৈঠকে এক গুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফ ও জিআরপিকে। এছাড়াও স্টেশন চত্বরে ও প্লাটফর্মে হকারদের খাবারের মান বেআইনি দখলদারি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় রেলওয়ে ক্রসিং নিয়ে সমস্যার কথাও।

Udayan Biswas

সম্পর্কিত খবর