হাওড়া থেকে NJP ছাড়াও চলবে আরও দুটি বন্দে ভারত, ট্রেনের সময়সূচী প্রকাশ্যে আনল রেল

বাংলাহান্ট ডেস্ক: হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হতে আর কয়েক দিন বাকি। ইতিমধ্যেই ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। সেখানে বেশ ভাল ফলাফল করেছে ট্রেন-১৮। নির্ধারিত সময়ের আগেই নিউ জলপাইগুড়ি পৌঁছে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই ট্রেনের। 

এরই মধ্যে যাত্রীদের আরও একটি সুখবর দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। হাওড়া-নিউ জলপাইগুড়ির পাশাপাশি আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করা হয়েছে। এটি হাওড়া থেকে বারাণসী যাবে। রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন। 

vande bharat express

পূর্ব ভারতে এ নিয়ে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ঘোষণা হওয়ায় স্বভাবতই খুশি যাত্রীরা। নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস বোলপুর, নিউ ফরাক্কা ও মালদহে থামবে বলে খবর। অন্যদিকে, বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ রয়েছে আসানসোল এবং পটনায়। সকাল ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে আসানসোল পৌঁছবে সকাল ৮ টার সময়।

vande bharat express

সেখানে দু’মিনিট দাঁড়িয়ে ফের পটনার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। বেলা ১২ টা ৩৫ মিনিটে পটনা স্টেশনে পৌঁছে যাবে বন্দে ভারত। সেখানে এটি দাঁড়াবে পাঁচ মিনিট। এরপর সেখান থেকে সোজা বারাণসীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিকেল ৪ টের সময় বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী পৌঁছে যাবে। 

ট্রেনটির মোট যাত্রাপথ ৭৬০ কিলোমিটার। সময় নেবে ১০ ঘণ্টা ৫ মিনিট। রেল সূত্রে খবর, এখন ১০ ঘন্টা সময় নিলেও ট্র্যাক বদল হলে এই সময় অনেকটাই কমে যাবে। কিন্তু এই ট্রেন কবে চালু হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি রেল। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি হাওড়া থেকে রাঁচি রুটেও চালু হতে পারে একটি বন্দে ভারত এক্সপ্রেস। তবে সেই পরিষেবাও কবে থেকে মিলবে তা এখনও খোলসা করেনি রেল।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর