ভারতের নতুন শিক্ষা ব্যবস্থা বৈদিক জ্ঞান ও বিজ্ঞান কেন্দ্রীক হবে: মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

বাংলাহান্ট ডেস্ক : বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Benaras hindu university )  “গ্লোবাল কনটেক্সটে মহামানার ভারতীয় দৃষ্টি” আয়োজন করে। দেশের নতুন শিক্ষা নীতি বৈদিক জ্ঞান-বিজ্ঞানের উপর ভিত্তি করে হতে চলেছে বলে জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ রমেশ পোখরিয়াল।

IMG 20200511 WA0008

ডঃ রমেশ পোখরিয়ালের বক্তব্য

এদিন  ডঃ রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’ বলেছিলেন, “পুরো বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। বর্তমানে এই  ধারণাগুলি অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যই  আমাদের শক্তি।
মহামানার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা একটি নতুন শিক্ষানীতি নিয়ে আসব যা বৈদিক জ্ঞান এবং বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হবে। এটি মহামানার দর্শনে সত্য হয়ে উঠবে এবং তার প্রত্যাশা পূরণ করবে। প্রাচীন জ্ঞান প্রতিটি শাখারই অংশ হওয়া উচিত। “

সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ কৃষ্ণ গোপাল

এইদিন এই অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ কৃষ্ণ গোপাল। সভ্যতার পরিবর্তন হলেও সংস্কৃতি বদলায় না বলে জানান তিনি।  তিনি  বলেছিলেন যে “মহামান সর্বদা শিক্ষার ধরণকে জোর দিয়েছিলেন যা পার্থিব জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞানের মিশ্রণ হতে হবে”। এদিন  তিনি  বলেন খাবার হল করোনার মহামারীর মূল কারণ। মানুষ এখন এক ভয়াবহ পরিস্থিতির  সামনে দাঁড়িয়ে। তাই আমাদের উচিত নিরামিষ খাবার খাওয়া আর এই সময় নিজেদের খেয়াল রেখে সুস্থতা বজায় রেখে চলা।

সম্পর্কিত খবর