বিয়ের পিঁড়িতে ভাগ্নে হৃদয়, দু হাত ভরে নবদম্পতিকে আশীর্বাদ করলেন পর্দার রামকৃষ্ণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ায় ফের বিয়ের সানাই। করোনা আবহে টুক করে বিয়ে সেরে নিলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের হৃদয়রাম অর্থাৎ গদাধরের আদরের ভাগ্নে হৃদয়। পর্দায় ছোটমামার সঙ্গে ছায়ার মতো ঘুরতে দেখা যায় তাকে। রামকৃষ্ণের প্রতি তার যত্ন, ভালবাসা এবং হৃদয় চরিত্রাভিনেতা সিদ্ধার্থ ঘোষের (siddharth ghosh) সুন্দর অভিনয় দেখে ভালবেসে ফেলেছেন দর্শকেরা।

বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসলেন সিদ্ধার্থ। পাত্রীও বিনোদন জগতেরই, তবে অভিনেত্রী নন। তিনি জনপ্রিয় গায়িকা দেবতৃষা সেনগুপ্ত। জানা যাচ্ছে, দীর্ঘদিনের পরিচিতি দুজনের। সেই পরিচিতিটাকেই সারা জীবনের বন্ধনে বাঁধার সিদ্ধান্ত নিলেন তাঁরা। বান্ধবী থেকে দেবতৃষা এখন সিদ্ধার্থর স্ত্রী।


তবে করোনা আবহে জাঁকজমক করে নয়, বরং ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছেন সিদ্ধার্থ দেবতৃষা। দুই পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই বিয়ে করেন তাঁরা। অভিনয় ইন্ডাস্ট্রি থেকেও আমন্ত্রিত ছিলেন বেশ কিছু পরিচিত মুখ। এর মধ‍্যে বিশেষ ভাবে নজর কাড়লেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের রামকৃষ্ণ ওরফে অভিনেতা সৌরভ সাহা।


নব দম্পতিকে দু হাত ভরে আশীর্বাদ দিলেন পর্দার রামকৃষ্ণ সৌরভ। ভাগ্নে ও ভাগ্নে বৌ কে সঙ্গে নিয়ে হাসিমুখে লেন্স বন্দি হলেন তিনি। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়ও। আসলে তাঁর নাটকের দলে নিয়মিত নাট‍্যচর্চা করেন সিদ্ধার্থ। পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে নব দম্পতির ছবিও বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।


টেলিভিশনের পরিচিত মুখ দের মধ‍্যে অন‍্যতম সিদ্ধার্থ ঘোষ। রাণী রাসমণির সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি ‘দত্ত অ্যান্ড বৌমা’ সিরিয়ালেও অভিনয় করছেন তিনি। অপরদিকে সঙ্গীত জগতে বেশ নামী ব‍্যক্তিত্ব দেবতৃষা। বেশ কয়েকটি সিনেমাতেও গান গেয়েছেন তিনি। সিদ্ধার্থ জানিয়েছেন, রিসেপশনের দিন আসবেন প্রাক্তন ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায়।

X