শুধু অমিতাভই নন, হৃতিকের উপরেও ছিল নজর! অনস্ক্রিনের ছেলের সঙ্গে লিপলক করে সমালোচিত রেখা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘এভারগ্রিন বিউটি’ রেখা (Rekha)। নয় নয় করে বয়স কম হল না, অথচ তাঁকে দেখে বোঝার উপায় নেই তা। এখনো ঠিক আগের মতোই রয়েছেন রেখা। তাঁর সমসাময়িক অভিনেত্রীদের মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, সাদা চুল লুকানোরও খুব একটা বালাই দেখা যায় না অনেকেরই। কিন্তু রেখা এখনো না সেজেগুজে ক‍্যামেরার সামনে আসেন না। রেখা ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা বিতর্ক সবই এখনো সমান প্রাসঙ্গিক।

ইন্ডাস্ট্রির বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমের গুঞ্জন সম্পর্কে সকলেই অবহিত। এমনকি অভিনেত্রী নিজেই আকারে ইঙ্গিতে স্বীকার করেছিলেন, বিবাহিত পুরুষদের উপরেই তাঁর মন মজে। এমনকি এই তালিকায় রয়েছেন হৃতিক রোশনও (Hrithik Roshan)। উল্লেখ‍্য, হৃতিকের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন রেখা। ‘কোই মিল গয়া’তে মা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা এবং ‘ক্রিশ’ ছবিতে হৃতিকের ঠাকুমার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।


তবে নিজেকে বরাবরই হৃতিকের অনুরাগী বলে দাবি করে এসেছেন রেখা। এমনকি দুজনে অস্বস্তিকর পরিস্থিতিতেও ধরা পড়েছিলেন। ঘটনাটি ঘটে একটি অ্যাওয়ার্ড শোতে। হৃতিককে দেখে উচ্ছ্বসিত হয়ে তড়িঘড়ি তাঁকে জড়িয়ে ধরতে যান রেখা। এরপরেই কপালে বা গালে চুম্বনের বদলে অভিনেতার ঠোঁটের একটু নীচেই চুম্বন করে বসেন তিনি!

সমস্তটাই ঘটে ক‍্যামেরার সামনে। বলা বাহুল‍্য, ছবিটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। উপরন্তু ক‍্যামেরার অ্যাঙ্গেল এমন ভাবেই ছিল যেন মনে হয়, দুজনে লিপলক করছেন। রেখার উদ্দেশ‍্যটা ঠিক কী ছিল তা স্পষ্ট না হলেও দুজনেই খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন বিতর্কিত ছবিটির জন‍্য।

সম্পর্কিত খবর

X