এভাবেও প্রেম হয়! হাঁটুর বয়সী প্রেমিকা সাবা আজাদের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিক

বাংলাহান্ট ডেস্ক: বিনোদুনিয়ার গসিপের কেন্দ্রে এখন দুটি নাম, হৃতিক রোশন (Hrithik Roshan) ও সাবা আজাদ (Saba Azad)। বলিউডের গ্রিক গড নতুন করে প্রেমে পড়েছেন, তাও আবার নিজের থেকে অনেকটাই ছোট এক যুবতীর! চর্চা তো হবেই। উপরন্তু অতি সম্প্রতি অভিনেতার পরিবারের সঙ্গে সাবাকে দেখে এটা একরকম স্পষ্ট হয়ে গিয়েছে যে, তারা সকলেই সাবাকে মেনে নিয়েছেন।

প্রথমে শোনা গিয়েছিল, বলিউড তারকাদের একটি ডেটিং অ্যাপে প্রথম সাক্ষাৎ হয় হৃতিক সাবার। কিন্তু আসল ঘটনাটা নাকি অন‍্য। কোনো ডেটিং অ্যাপ নয়, বরং টুইটারেই প্রেম খুঁজে পেয়েছিলেন দুই তারকা। সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সাবা ও এক র‍্যাপ গায়কের একটি ভিডিও টুইট করেছিলেন হৃতিক।

IMG 20220222 004638
পালটা অভিনেতাকে ধন‍্যবাদ জানান সাবা। তারপর থেকেই দুজনের কথাবার্তার শুরু সোশ‍্যাল মিডিয়ায়। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে। গত দু-তিন মাস ধরে নাকি প্রেম করছেন সাবা হৃতিক। সম্পর্কটা নিয়ে কোনো ঘোষনা না করলেও লুকিয়েও রাখেননি তাঁরা। কিন্তু দুজনের এই প্রেম ভাল চোখে দেখছেন না অনেকেই।

একে তো হৃতিক সম্পর্কে জড়ানোয় মন ভেঙেছে বহু মহিলা অনুরাগীদের। অনেকেই কটাক্ষ করেছেন, সাবা নাকি তেমন ‘সুন্দরী’ নন। তাঁর ভাগ‍্যটা স্রেফ ভাল যে তিনি গ্রিক গডকে পেয়ে গিয়েছেন। অন‍্যদিকে হৃতিককেও বিদ্রূপ করা হচ্ছে হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোয়।

কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, সাবা ও হৃতিক যেন এক্কেবারে রাজযোটক। হৃতিক যেমন সফল অভিনেতা, তেমনি সাবাও গান ও অভিনয়ের দিক দিয়ে যথেষ্ট প্রতিভাবান। তাঁদের চিন্তা ভাবনাও অনেকাংশেই মিল খায়। সর্বোপরি হৃতিক ও সাবা দুজনেই প্রাপ্তবয়স্ক। তাই বুঝেশুনেই সম্পর্কে জড়িয়েছে তাঁরা।

Hrithikk
গত রবিবার হৃতিকের কাকা রাজেশ রোশন একটি ছবি শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়। গোটা রোশন পরিবারই ধরা দিয়েছেন এক ফ্রেমে। হৃতিক, তাঁর মা পিঙ্কি, দুই ছেলে, ভাগ্নী সুরন্তিকা, তুতো বোন পশমিনা সহ আরো অনেককেই দেখা গেল সেখানে। তবে বিশেষ ভাবে নজর কাড়েন সাবা।

ক‍্যাপশনে অভিনেতার কাকা লিখেছেন, ‘খুশি সবসময় ঘিরে থাকে। বিশেষ করে রবিবারের মধ‍্যাহ্নভোজে।’ সেই পোস্টের কমেন্ট বক্সেই সাবা লিখলেন, ‘সেরা রবিবার’। হৃতিকের পরিবার যে তাঁকে দু হাত বাড়িয়ে গ্রহণ করেছে তা এই ছবির পরেই অনেকটা স্পষ্ট। উপরন্তু কিছুদিন আগেই অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খানের থেকেও প্রশংসা কুড়িয়েছেন সাবা। এবার শুধু সম্পর্কটা আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করার পালা।

Niranjana Nag

সম্পর্কিত খবর