বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ছবি ঝুলিতে ভরে চলেছেন অভিনেতা সইফ আলি খান (saif ali khan)। প্রথমে ‘ভূত পুলিস’ ও এখন আবারো একটি নতুন ছবির জন্য শোনা যাচ্ছে সইফের নাম। হৃতিক রোশনের (hrithik roshan) সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ ২০ বছর পর নতুন ছবি নিয়ে আসছেন তিনি। বিক্রম বেতালের (vikram betal) জনপ্রিয় পৌরাণিক কাহিনি অবলম্বনেই এই ছবি তৈরি হতে চলেছে।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘বিক্রম বেধা’র হিন্দি রিমেক হতে চলেছে এই ছবি। দারুন প্রশংসিত হয়েছিল ছবিটি। ছবিতে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি ও আর মাধবন। এবার সে কাহিনিকে বলিউডেও বানানোর তোড়জোড় করছেন পরিচালক পুষ্কর ও গায়েত্রী।
বহু আগেই ছবি তৈরির সমস্ত পরিকল্পনা হয়ে গিয়েছিল। এমনকি চিত্রনাট্য লেখার কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তা লেখা হয়েছিল আমির খানের জন্য। হ্যাঁ, প্রথমে এই ছবির জন্য সইফের সঙ্গে আমিরকেই ভেবে রেখেছিলেন নির্মাতারা। কিন্তু শেষ মুহূর্তে ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা।
শেষে হৃতিককে আমিরের বদলে নিয়ে নিয়ে আসেন ছবির নির্মাতারা। আমির বেরিয়ে যাওয়ায় ছবির শুটিং থমকে গিয়েছিল। হৃতিক টিমে যোগ দেওয়ায় আশা করা যাচ্ছে শুটিং আবার শুরু হবে। চলতি মাসের শেষেই শুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে করোনা আবহে এদেশে শুটিং করা সম্ভব নয়। তাই বিদেশেই হবে বেশিরভাগ শুটিং। তবে ক্লাইম্যাক্স দৃশ্যের শুট মুম্বইতেই হবে বলে খবর। আগামী বছর ৩০ সেপ্টেম্বর ছবি মুক্তি পাওয়ার কথা।
এর আগে একটিমাত্র ছবিতেই হৃতিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সইফ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘না তুম জানো না হাম’এ একসঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সইফকে। নায়িকা হয়েছিলেন এষা দেওল। তবে বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ করেছিল ছবিটি। এবার কেমন পারফরম্যান্স দেয় হৃতিক সইফ জুটি সে দিকেই তাকিয়ে সিনে দুনিয়া।