পরিবারের সঙ্গে আনন্দ করতে ব‍্যস্ত হৃতিক, দুই ছেলেকে নিয়ে আলাদা করে দিওয়ালি সেলিব্রেট করলেন সুজান

বাংলাহান্ট ডেস্ক: দিওয়ালির আনন্দে মজে আমজনতা থেকে তারকা। এই সময়টা কাজকে ছুটি দেন তারকারা। ব‍্যস্ত শিডিউল থেকে সময় বের করে কেউ ভ‍্যাকেশনে পাড়ি দেন, আবার অনেকে পরিবারের সঙ্গে সময় কাটান, বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টিতে মাতেন। এমনি পরিককল্পনা ছিল হৃতিক রোশন (hrithik roshan) ও সুজান খানের (sussanne khan)। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদা ভাবেই দিওয়ালি সেলিব্রেশনে মেতেছিলেন দুই প্রাক্তন।

দিওয়ালি উপলক্ষে গোটা পরিবারকে নিয়ে লেন্সবন্দি হন হৃতিক। বাবা রাকেন রোশন, মা পিঙ্কি রোশন, বোন সুনয়না ও কাকা রাজেশ রোশনের পরিবারকে নিয়ে একসঙ্গে উৎসবে মাতলেন অভিনেতা। কালো কুর্তা ও ডেনিম জিন্সে ধরা দিলেন বলিউডের ‘গ্রিক গড’। ক‍্যাপশনে অনুরাগীদের দীপাবলীর শুভেচ্ছা জানান হৃতিক।

hrithik sussann3 0
কিন্তু এদিন হৃতিকের ছবিতে দেখা মেলেনি দুই ছেলে হৃহান ও হৃধানের। কারণ তারা দুজন ছিল মা সুজান খানের কাছে। মায়ের সঙ্গেই আলোর উৎসব উদযাপন করেছে তারা। লাল হলুদে এমব্রয়ডারি করা চুড়িদারে সেজেছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী। দুই ছেলেকে দুপাশে নিয়ে ক‍্যামেরাবন্দি হন তিনি। দুই ভাইকেও দেখা গেল কুর্তা পাজামায়।

https://www.instagram.com/p/CV3F_0CI8Rl/?utm_medium=copy_link

সম্প্রতি ২৬ অক্টোবর ৪৩ এ পা দিয়েছেন সুজান। আর এদিনই নতুন করে চর্চায় উঠে আসে
তাঁর সম্পর্কের কথা। পরিবারের সদস‍্য ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে গোয়ায় জন্মদিনের পার্টিতে মেতেছিলেন সুজান। উপস্থিত ছিলেন আদিত‍্য শীল, অনুষ্কা রঞ্জনের মতো ব‍্যক্তিত্বরা। তবে বিশেষ ভাবে নজর কাড়লেন সুজানের চর্চিত প্রেমিক আর্সলান গোনি।

https://www.instagram.com/p/CV23k3KMeJW/?utm_medium=copy_link

কেক কাটার সময়কার কিছু ছবিতে আর্সলানের হাত ধরে হুল্লোড় করতে দেখা যাচ্ছে সুজানকে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় বিশেষ পোস্টও করেছিলেন আর্সলান। জানা যায়, অনেকদিন আগে আর্সলান ও সুজান দুজনের পরিচয় টিভি ইন্ডাস্ট্রির বন্ধুদের সূত্রে। এখন তাঁরা অনেকটাই ঘনিষ্ঠ। হৃতিকের সঙ্গে বিয়ে ভাঙার যন্ত্রণার পরে ধীরে ধীরে এগোচ্ছেন সুজান। উল্লেখ‍্য, আর্সলান হলেন ছোটপর্দার তারকা আলি গোনির ভাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর