প্রেমে পড়েছেন ঋত্বিক! স্বামীর পরকীয়ার কথা নিজেই জানালেন উর্মি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ‘ এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে জুটি বেঁধে হাজির হয়ে দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন পর্দার ঊর্মি- সাত্যকি ওরফে অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় অন্য ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে। কিন্তু তাতে কি? দর্শক মনে আজও বিরাজমান ঊর্মি- সাত্যকি জুটি।

‘মন দিতে চাই’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক। রাত সাড়ে দশটার স্লটে জি বাংলার পর্দায় দেখা যায় এই সিরিয়াল। অভিনেতার বিপরীতে রয়েছেন অরুনিমা হালদার। তবে সেভাবে টিআরপি তালিকায় নিজের জায়গা করতে পারেনি এই সিরিয়াল।

Annwesha Hazra-Writwik Mukherjee

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় অভিনেতা। সদ্যই তিনি একটি রিল ভিডিও পোস্ট করেছেন। ‘মন একে একে দুই’ গানটিতে রিল বানিয়েছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘এটা তোর জন্য’। অভিনেতার এই পোস্ট দেখে তড়িঘড়ি কমেন্ট বক্সে চলে আসেন ঊর্মি। লেখেন, ‘ভাই আমার প্রেমে পড়েছে’। অভিনেত্রীকে অবশ্য জবাব দিতে ভুলে যাননি ঋত্বিক। তিনি লেখেন, ‘কেবলমাত্র লিরিক্সের প্রেমে পড়েছি’।

 

View this post on Instagram

 

A post shared by Writwik Mukherjee (@mukherjeewritwik)

তবে তিনি যতই রাখঢাক দেওয়ার চেষ্টা করুন না কেন। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ঋত্বিকের প্রেমের গুঞ্জন। অনস্ক্রিন বৌদি শ্রীতমার সঙ্গে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন ঋত্বিক। যদিও বহুবার সংবাদমাধ্যমের তরফে তাকে এই প্রশ্ন করা হলে তিনি সাফ এড়িয়ে গেছেন। এমনকি ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না বলেও জানিয়ে দিয়েছেন।

Writwik Mukherjee

নয়া ধারাবাহিকে ঋত্বিককে দেখা গেল আপাতত কাজ বন্ধ রেখেছেন ঊর্মি ওরফে অন্বেষা। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। ‘চিনি ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি তার হাতে এসেছে একটি ছোট পর্দার প্রজেক্ট।

Annwesha Hazra

২০১৮ সালে ‘কাজললতা’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন অন্বেষা। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এসেছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের হাত ধরে। আজও ঊর্মি-সাত্যকির অনস্ক্রিন কেমিস্ট্রি দোলা দিয়ে যায় দর্শকদের মনে।

X