প্রত‍্যেক সিনেমার সময়েই এই বিশেষ রীতি পালন করে থাকেন হৃতিক, অবশেষে ফাঁস করলেন গোপন কথা

বাংলাহান্ট ডেস্ক: মনোবাঞ্ছা পূরণ হতে মানত তো অনেকেই করে থাকি। সেলিব্রিটিরাও ব‍্যতিক্রম নন। সিনেমা যাতে হিট হয়, ভাল ব‍্যবসা করে বক্স অফিসে তার জন‍্য নানান রীতি নিয়ম পালন করে থাকেন তারা। সম্প্রতি এমনি একটি রীতি পালন করতে দেখা গেল বলিউড অভিনেতা হৃতিক রোশনকে (Hrithik Roshan)।

সদ‍্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘বিক্রম বেধা’। দক্ষিণী ছবির হিন্দি রিমেক ‘বিক্রম বেধা’য় অভিনয় করেছেন হৃতিক এবং সইফ আলি খান। ছবিটি নিয়ে দর্শকদের অনেক প্রত‍্যাশা ছিল। সেই প্রত‍্যাশার চাপ পড়েছিল নির্মাতাদের উপরে। চিন্তায় ছিলেন হৃতিক নিজেও। আর সে জন‍্যই এক বিশেষ রীতি পালন করেছিলেন তিনি, যা মিটতেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গোটা বিষয়টা।

Hrithik rakesh

একটি ভিডিও শেয়ার করেছেন হৃতিক। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, কাঁচি দিয়ে হাতে পরা কালো সুতো কাটতে। সঙ্গে তিনি লিখেছেন, এই রীতিটা তিনি কবে থেকে আর কেনই বা শুরু করেছিলেন তা আজ আর মনে নেই। তবে যেসব সিনেমার চরিত্রগুলি তাঁকে ভয় পাওয়াত সবকটার জন‍্যই এই বিশেষ রীতি পালন করেছিলেষ তিনি।

হৃতিক আরো লিখেছেন, ‘আসলে এটা একটা লাল মাউলি যেটা কবীর পরেছিল, বা একটা কালো সুতো। মনেও পড়ছে না কবে শুরু করেছিলাম। কহো না পেয়ার হ‍্যায়, কোই মিল গয়া নাকি আরো দেরিতে? এখন আবার ওই ছবিগুলোতে নিজের গলা আ্য হাত দেখতে হবে। কারণ কোনোবারই পরিকল্পিত ছিল না। পোশাক রিহার্সালের সময়ে বেধা এটা পেয়েছিল আর রেখে দিয়েছিল। ‘ওয়ার’ মহরতের সময়ে কবীর এটা পেয়েছিল আর আমি এটাকে কবীরের অংশ বানিয়ে নিয়েছিলাম।’

https://www.instagram.com/reel/CjPGzXIKsfT/?igshid=YmMyMTA2M2Y=

নিজেকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এগুলো পরেন বলে জানিয়েছেন হৃতিক। অবশেষে ছবি মুক্তি এবং সাফল‍্যের পর সুতোটা কেটে ফেলেছেন তিনি। অভিনেতা জানান, এর আগে বিক্রম বেধার শুটিং শেষ হওয়ার পর, ডাবিং শেষ হওয়ার পর সুতোটা কেটে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি। শেষমেষ যখন নিজেকে জিজ্ঞাসা করেন, ছবিটার প্রতি কি তিনি নিজের সবটুকু দিয়েছেন? উত্তর নিজের সন্তুষ্টিজনক হওয়ার পরেই সূতোকা কাটতে পারেন হৃতিক।

প্রসঙ্গত, আগামীতে ক্রিশ ৪ এবং ফাইটার ছবিতে দেখা যাবে হৃতিককে। ফাইটার ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন। এখনো পর্যন্ত বলিউডের সবথেকে বড় বাজেট ছবি হতে চলেছে ফাইটার, এমনটাই জানা গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর