বাংলাহান্ট ডেস্ক: কলকাতাবাসীর জন্য বড় খবর! প্রথম বার বলিউডের ‘গ্রিক গড’ পা রাখতে চলেছেন তিলোত্তমায়। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার অলিগলি চষে বেড়াবেন তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে হৃতিক রোশনকে (hrithik roshan) নিয়েই। চলতি বছরের মার্চ মাসেই তিনি কলকাতা আসতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এই মুহূর্তে আগামী ছবি ‘বিক্রম বেধা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক। ছবিতে রয়েছেন সইফ আলি খানও (saif ali khan)। শোনা যাচ্ছে, সেই ছবির শুটিংয়ের জন্যই নাকি কলকাতায় আসার কথা রয়েছে দুই অভিনেতার। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর কলকাতার এক বিস্তীর্ণ অংশের পাশাপাশি হাওড়া ব্রিজেও একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে।
অবশ্য পুরোটাই এখনো সম্ভাবনার স্তরে রয়েছে বলে খবর। ছবির টিম শহরে চক্কর লাগিয়ে গিয়েছে। সূত্রের খবর মানলে, দুই সুপারস্টার কলকাতার কোন পাঁচতারা হোটেলে থাকবেন তা নিয়েও আলোচনা চলছে। কিন্তু সবটাই ভেস্তে দিতে পারে করোনার শঙ্কা। মুম্বই, কলকাতা দুই শহরেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কিছুদিন আগেই নাকি করোনা সারিয়ে উঠেছেন হৃতিক। এমতাবস্থায় ঝুঁকি নিয়ে শহরে নাও আসতে পারেন তাঁরা।
উল্লেখ্য, যদি সবকিছু পরিকল্পনা মাফিকই হয় তবে এই প্রথম বার কলকাতায় আসবেন হৃতিক। এর আগে তাঁর কোনো ছবির শুটিংই এ শহরে হয়নি। যদিও সইফ এসেছেন ‘পরিণীতা’ ছবির শুটিংয়ের জন্য। সেদিক থেকেও বিক্রম বেধা স্মরণীয় হয়ে থাকবে কলকাতাবাসীর জন্য।
উল্লেখ্য, ‘বিক্রম বেধা’র হিন্দি রিমেকে বেধা চরিত্রে দেখা যাবে হৃতিককে। তাঁর চরিত্রটি একজন কুখ্যাত গ্যাংস্টারের। সম্প্রতি ছবিতে নিজের প্রথম লুক প্রকাশ্যে আনেন বলিউডের ‘গ্রিক গড’। নকশাদার কালো পাঞ্জাবি, চোখে সানগ্লাস, বড় চুল ও একমুখ দাড়ি গোঁফে হৃতিককে চেনা দায়। অপরদিকে একজন সৎ পুলিস অফিসারের চরিত্র অর্থাৎ বিক্রমের ভূমিকায় রয়েছেন সইফ। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘বিক্রম বেধা’ তে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি ও আর মাধবন।