সামনেই বড় ছবির চ‍্যালেঞ্জ-দ্বিতীয় বিয়ে, তার আগেই গুরুতর অসুস্থ হৃতিক! চিন্তায় ঘুম উড়ল অনুরাগীদের

বাংলাহান্ট ডেস্ক: উইকিপিডিয়া বলছে তাঁর বয়স ৫০ ছুঁইছুঁই। কিন্তু হৃতিক রোশনকে (Hrithik Roshan) দেখলে সে কথা বোঝা এক রকম অসম্ভব। বলিউডের সবথেকে ফিট অভিনেতাদের মধ‍্যে তিনি অন‍্যতম। নাচের স্টেপ হোক বা কোনো স্টান্টের দৃশ‍্য, হৃতিক মানেই তা জমে যেতে বাধ‍্য। কিন্তু সম্প্রতি তাঁর শরীর স্বাস্থ‍্য নিয়ে অনুরাগীদের চিন্তার কারণ দেখা দিয়েছে।

অতি সম্প্রতি মুম্বইয়ের একটি বোন ম‍্যারো ট্রান্সপ্লান্ট অর্থাৎ অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টারের বাইরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন হৃতিক। তারপরেই গুঞ্জন ছড়ায়, সম্ভবত রক্ত সংক্রান্ত কোনো অসুখে ভুগছেন তিনি। শুটিং করতে গিয়ে একাধিক বার চোট পেয়েছেন হৃতিক। বিশেষ করে ‘ব‍্যাং ব‍্যাং’ ছবির শুটিংয়ের সময়ে মাথায় গুরুত‍র আঘাত পেয়েছিলেন তিনি।

Hrithik roshan
চোট এতটাই গুরুতর ছিল যে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল অভিনেতার। অস্ত্রোপচার করে বের করতে হয়েছিল সেই ব্লাড ক্লট। এবারে কি ফের তেমন কোনো সমস‍্যার সম্মুখীন হয়েছেন হৃতিক? অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের ব‍্যক্তিগত জীবনে অবসাদগ্রস্ততা নিয়েও খোলামেলা কথা বলতে শোনা গিয়েছিল হৃতিককে। তিনি জানিয়েছিলেন, ‘ওয়ার’ ছবির শুটিংয়ের সময়ে তাঁর মনে হত, প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। কারণ ওই ছবিটার জন‍্য তিনি তৈরি ছিলেন না। একটা বড় চ‍্যালেঞ্জ নিয়ে নিয়েছিলেন তিনি।

ছবির শুটিং শেষ হওয়ার পর তিন চার মাস কোনো ট্রেনিংই করতে পারেননি হৃতিক। এক রকম অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। তখনি তিনি বুঝেছিলেন যে জীবনে একটা পরিবর্তন আনা দরকার। তবে ধীরে ধীরে ওই সময়টা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। উল্লেখ‍্য, হৃতিককে শেষ বার দেখা গিয়েছে ‘বিক্রম বেধা’ ছবিতে। আগামীতে ‘ফাইটার’ ছবি রয়েছে তাঁর ঝুলিতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর