বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির ক্ষেত্রে ২০২২ বছরটা সোনার অক্ষরে লেখা থাকবে। বেশি বাজেট, কম বাজেট, ভাষা নির্বিশেষে এ বছরে মুক্তিপ্রাপ্ত প্রায় সব দক্ষিণী ছবিই হিট বা ব্লকবাস্টার হিট হয়েছে। আর এই তালিকায় যে নামটা না নিলেই নয় সেটা হল ‘কানতারা’ (Kantara)। ছবিটি মুক্তি পাওয়ার পর কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো ঘোর থেকে বেরোতে পারেননি অনেকেই। সাম্প্রতিকতম উদাহরণ হৃতিক রোশন (Hrithik Roshan)।
রিষভ শেট্টির কানতারা দেখে তিনি মুগ্ধ, শিহরিত। কন্নড় ছবিটির ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন তিনি। শুধু সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স না, ছবিটি থেকে তিনি যে অনেক কিছু শিখেছেন সেটাও জানিয়েছেন হৃতিক। দক্ষিণী ইন্ডাস্ট্রির ঢালাও প্রশংসা করেছেন বলিউড সুপারস্টার।
টুইটে হৃতিক লিখেছেন, ‘কানতারা দেখে অনেক কিছু শিখলাম। রিষভ শেট্টির দৃঢ় বিশ্বাস এই ছবিকে অসামান্য করে তোলে। গল্প বলা, পরিচালনা এবং অভিনয় সবকিছুই অনবদ্য। ক্লাইম্যাক্স শরীরে শিহরণ জাগায়। ছবির টিমকে সম্মান এবং কুর্নিশ জানালাম’।
হৃতিক প্রথম নন, এর আগে একাধিক বলিউড এবং দক্ষিণী অভিনেতা অভিনেত্রীরা প্রশংসা করেছেন কানতারা ছবির। কন্নড় ছবিটির হিন্দি সংষ্করণ দেখতে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। দেখে ফেরার পথে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পরিবারকে নিয়ে কানতারা দেখলাম, আর আমি এখনো কাঁপছি। কী বিষ্ফোরক অভিজ্ঞতা! ঋষভ শেট্টি আপনাকে কুর্নিশ। লেখা, পরিচালনা, অভিনয়, অ্যাকশন দুর্দান্ত, অবিশ্বাস্য!”
https://twitter.com/iHrithik/status/1601969831061983232?s=20&t=SBQ1FlIcMXbuOjqsuKgxjg
ছবিটির ভূয়সী প্রশংসা করে ‘বাহুবলী’ প্রভাস লেখেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার কানতারা দেখলাম। কী দারুন অভিজ্ঞতাই না হল! দারুন কনসেপ্ট এবং দুর্দান্ত ক্লাইম্যাক্স। থিয়েটারে দেখার মতো একটা ছবি।’ প্রশংসা করে টুইট করেন ধনুষ, ‘কানতারা, দুর্দান্ত! দেখার মতো ছবি। রিষভ শেট্টি নিজের উপথ গর্ব হওয়া উচিত। এভাবেই সীমাটা এগিয়ে নিয়ে যেতে থাকো। ছবির সমস্ত অভিনেতা এবং কলাকুশলীদের আলিঙ্গন।’ প্রশংসা এসেছে রানা দগ্গুবতীর তরফেও।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা