জন্মদিনে বড় ঘোষনা, আপাদমস্তক লুক বদলে চমকে দিলেন হৃতিক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা আগে থেকেই ছিল। সেই মতো নিজের ৪৮ তম জন্মদিনে বহু প্রতীক্ষিত সুখবর দিলেন হৃতিক রোশন (hrithik roshan)। সোমবার ৪৮ এ পা দিয়েছেন তিনি। এদিনই সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এই সুখবর শেয়ার করেছেন অভিনেতা,যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

বেশ কয়েক মাস আগেই জানা গিয়েছিল সইফ আলি খানের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি নিয়ে আসছেন হৃতিক। জনপ্রিয় তামিল ছবি ‘বিক্রম বেধা’র হিন্দি রিমেকে দেখা যাবে হৃতিক সইফকে। সেই ছবিতেই নিজের প্রথম লুক এদিন প্রকাশ‍্যে আনলেন বলিউডের ‘গ্রিক গড’। নকশাদার কালো পাঞ্জাবি, চোখে সানগ্লাস, বড় চুল ও একমুখ দাড়ি গোঁফে হৃতিককে চেনা দায়।

উল্লেখ‍্য, ‘বিক্রম বেধা’র হিন্দি রিমেকে বেধা চরিত্রে দেখা যাবে হৃতিককে। তাঁর চরিত্রটি একজন কুখ‍্যাত গ‍্যাংস্টারের। অপরদিকে একজন সৎ পুলিস অফিসারের চরিত্র অর্থাৎ বিক্রমের ভূমিকায় রয়েছেন সইফ। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘বিক্রম বেধা’ তে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি ও আর মাধবন।

বহু আগেই হিন্দি ছবি তৈরির সমস্ত পরিকল্পনা হয়ে গিয়েছিল। এমনকি চিত্রনাট‍্য লেখার কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তা লেখা হয়েছিল আমির খানের জন‍্য। হ‍্যাঁ, প্রথমে এই ছবির জন‍্য সইফের সঙ্গে আমিরকেই ভেবে রেখেছিলেন নির্মাতারা। কিন্তু শেষ মুহূর্তে ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা।

https://www.instagram.com/hrithikroshan/p/CYiOUeZoL_c/?utm_medium=copy_link

শেষে হৃতিককে আমিরের বদলে নিয়ে নিয়ে আসেন ছবির নির্মাতারা। আমির বেরিয়ে যাওয়ায় ছবির শুটিং থমকে গিয়েছিল। হৃতিক যোগ দিতে ফের শুরু হয় শুটিং। বিদেশেই হবে বেশিরভাগ শুটিং। তবে ক্লাইম‍্যাক্স দৃশ‍্যের শুট মুম্বইতেই হবে বলে খবর।

এর আগে একটিমাত্র ছবিতেই হৃতিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সইফ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘না তুম জানো না হাম’এ একসঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সইফকে। নায়িকা হয়েছিলেন এষা দেওল। তবে বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ করেছিল ছবিটি। এবার কেমন পারফরম‍্যান্স দেয় হৃতিক সইফ জুটি সে দিকেই তাকিয়ে সিনে দুনিয়া।

সম্পর্কিত খবর

X