উফ কী লাগছে! ইতালি থেকে ফাঁস ‘ওয়ার ২’ এর শুটিং, হৃতিককে দেখেই কুপোকাত নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক : ‘ওয়ার’ ছবির সিক্যুয়েলের কাজে চূড়ান্ত ব্যস্ত হৃতিক রোশন (Hrithik Roshan)। অভিনেতার ফিল্মি কেরিয়ারের সবথেকে জনপ্রিয় এবং সফল ছবিগুলির মধ্যে এক্কেবারে প্রথম দিকে নাম রয়েছে ওয়ার এর। হৃতিকের (Hrithik Roshan) কেরিয়ারে সবথেকে বেশি ব্যবসা করা ছবিও এটি। অ্যাকশনে ভরপুর ছবিতে উপরি তড়কা দিয়েছিল হৃতিক (Hrithik Roshan) এবং বাণী কাপুরের রোম্যান্স এবং সঙ্গে দুর্দান্ত সব গান। এবার প্রত্যাশা আরো বাড়িয়ে আসতে চলেছে ওয়ার ২।

ইতালিতে শুটিংয়ে ব্যস্ত হৃতিক (Hrithik Roshan)

বর্তমানে ইতালিতে ওয়ার ২ এর শুট করছেন হৃতিক (Hrithik Roshan)। সেখান থেকে সম্প্রতি শুটিং এর কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে হালকা নীল রঙা শার্ট, সাদা টিশার্ট এবং সাদা ট্রাউজারে দেখা গিয়েছে বলিউডের গ্রিক গডকে। সম্ভবত অভিনেতার কোনো ভক্তই ভিডিওটি রেকর্ড করেছেন। একটি ভিডিওতে পরিচালক অয়ন মুখার্জীর সঙ্গে মনিটরে শট দেখতেও দেখা গিয়েছে হৃতিককে (Hrithik Roshan)।

আরো পড়ুন : সূর্যমুখীর গল্প শুনবে গোটা বিশ্ব! নেট পাড়া কাঁপিয়ে এবার অস্কারে এন্ট্রি নিতে চলেছে দীপক-ফুল

ভাইরাল ছবির দৃশ্য

এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওয়ার ২ এর জন্য হৃতিকের (Hrithik Roshan) লুক প্রকাশ্যে আসেনি। তবে ইতালিতে শুটিং এর ফাঁকে অভিনেতার ছবিগুলি বেশ ভাইরাল হয়েছে। উল্লেখ্য, এই ছবিতেই ফের এজেন্ট কবীর হিসেবে কামব্যাক করবেন হৃতিক (Hrithik Roshan)। সেই সঙ্গে থাকছে আরো একগুচ্ছ চমক।

আরো পড়ুন : এই দুই নায়িকাই অনুপ্রেরণা, মাত্র ৩১-এই সাফল্যের রহস্য ফাঁস করলেন আলিয়া

কী কী চমক থাকছে

উল্লেখ্য, স্পাই ইউনিভার্সের অন্যতম অংশ ওয়ার ফ্র্যাঞ্চাইজি। আগের ছবিতে হৃতিকের (Hrithik Roshan) সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। শোনা যাচ্ছে, সিক্যুয়েল ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরকে। থাকবেন অনিল কাপুর এবং কিয়ারা আডবানীও।

Hrithik Roshan

এখানেই শেষ নয়। এর আগে স্পাই ইউনিভার্সের অন্যান্য ছবি পাঠান এবং টাইগার থ্রি তে যেমন সলমন খান এবং হৃতিকের (Hrithik Roshan) ক্যামিও দেখা গিয়েছে, তেমনি ওয়ার ২ তেও শাহরুখ এবং সলমনের ক্যামিও থাকার কথা রয়েছে। পাশাপাশি পোস্ট ক্রেডিট সিনে আলিয়া ভাটকেও দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর