হৃতিকের ছবি ‘সুপার ৩০’জটিলতার মুখে,মুক্তির অপেক্ষায় দর্শক

বাংলা হান্ট ডেস্ক : ছবি ‘সুপার ৩০’র পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে ওঠে শ্লীলতাহানির অভিযোগ।’মি টু’ অভিযোগ করেন পরিচালকের এক সহকর্মী। এরপর ছবির মুক্তির দিন নিয়েও শুরু হয় জটিলতা।সে ঝামেলা মিটলেও এবার আরও একটা জটে আটকে পড়েছে  গ্রিক গডের ‘সুপার ৩০’। এর ফলে ফের পিছোতে পারে ছবির মুক্তি।

আনন্দ কুমার দাবি করেছিলেন, ২০১৮ সালে তাঁর ৩০-র জন ছাত্রের মধ্যে আইআইটি-তে সুযোগ পেয়েছেন ২৬ জন। ৮ মাস আগে আইআইটি গৌহাটির ৪ ছাত্র ওই ২৬ জন ছাত্রের নাম জানতে চেয়ে বিহারের গণিতজ্ঞ আনন্দ কুমারের বিরুদ্ধে দায়ের করেন জনস্বার্থ মামলা। শুনানির দিন আনন্দ কুমার আদালতে হাজিরা দেননি। ওই মামলাটি এখনও চলছে। ওই মামলাটিই এখন হৃতিকের ছবির ভাগ্যাকাশে নিয়ে এসেছে কালো মেঘ।

660c9 67502867ছবির নির্মাতারা মুক্তির দিন ঘোষণা করার পর মামলাকারী ছাত্ররা আরও  একটি নতুন মামলা করেছেন। অভিনাশ বরো, বিকাশ দাস, মনোজিৎ দোলে এবং ধনিরাম তাউ নামে ৪ মামলকারীর বক্তব্য, আনন্দের বিরুদ্ধে একটি মামলা চলছে। সেই সময় কীভাবে তাঁর ছবি মুক্তি পেতে পারে। নিজের ছাত্র এবং অভিভাবকদের আষাঢ়ে গল্প শুনিয়ে প্রতারণা করেছেন আনন্দ।তবে সবকিছু ঠিক থাকলে মুক্তি ১২ই জুলাই।দর্শক এখন সেই প্রহরই গুনছে কবে জট কাটিয়ে মুক্তি পাবে এই ছবি।


সম্পর্কিত খবর