বাংলা হান্ট ডেস্ক : আগে থেকেই ঘোষণা করা হয়েছে সমস্ত সরকারি ক্ষেত্র গুলি এ বার চুক্তি ভিত্তিক হবে। তবে এ বার সরকারি কর্মীদের কাজে গতি ফেরাতে এবং তত্পরতা আনতে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই তো এবার বেসরকারি অফিসের মতোই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে রাজ্য সরকার। সমস্ত সরকারি অফিসগুলিতেও এই নিয়ম চালু করা হবে।
যদিও এই নতুন নিয়ম আগামী নতুন বর্ষ থেকেই লাগু হতে চলেছে, তাই সরকারি কর্মীদের যে কোনও দরখাস্ত অনলাইনে Hrms হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। আসরে শুধুমাত্র ছুটির দরখাস্ত জন্যই নয়, রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশের অগোছালো ভাব রয়েছে, ঠিক যেন অপেশাদারিত্বের মতো কাজকর্মে। মাস গেলে মোটা টাকা মাইনে ঘরে আসে অথচ সরকারি কর্মীদের কাজ নিয়ে মোটেও সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগেও মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে খুব প্রকাশ করতে দেখা গেছে। তাই কাজে কর্মীদের অভাব পেশাদারিত্বের প্রভাব কমানোর জন্য এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ভোগান্তি কমার জন্য কারণ হচ্ছে ইউনিফর্ম ই সার্ভিস। যার মাধ্যমে ক কাগজ নষ্ট হয়ে গেলে কিংবা পেনশনের পর ঝক্কি পোহাতে হবে না আর।