কম নম্বর দেওয়া হয়েছে! উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের

বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগেই রাজ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। মাধ্যমিকে পাশের হার ছিল ১০০ শতাংশ। এছাড়াও ৭৯ জন ছাত্র-ছাত্রী একসঙ্গে প্রথম স্থান অধিকার করেছিল। বৃহস্পতিবার রাজ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আর এই ফল প্রকাশের পরই বীরভূমের রামপুরহাটের একটি স্কুলে তুলকালাম কাণ্ড বেঁধে যায়।

গতকাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরই রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, স্কুল ইচ্ছাকৃত ভাবে তাঁদের কম নম্বর দিয়েছে। পড়ুয়ারা জানায়, তাঁরা আরও বেশী নম্বর পাওয়ার যোগ্য।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর শুক্রবার স্কুল খুলতেই সেখানে গিয়ে হাজির হন পড়ুয়াদের অভিভাবকরা। গতকাল পড়ুয়াদের দাবির পর শুক্রবার অভিভাবকরা দাবি করেন যে, একাদশ শ্রেণীর পরীক্ষাতে পড়ুয়াদের যোগ্য নম্বর দেওয়া হয়েছিল না, আর এর কারণেই এবার পরীক্ষার্থীদের কম নম্বর এসেছে। অভিভাবকদের দাবি, একাদশ শ্রেণীর খাতা ঠিকমতো দেখা হলে এবার এমন খারাপ নম্বর হত না পড়ুয়াদের।

অভিভাবকদের এহেন বিক্ষোভ দেখানোর পর তেঁতে ওঠে রামপুরহাট বালিকা বিদ্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্কুলে ছুটে আসে রামপুরহাট থানার পুলিশ। অভিভাবকদের অনেক বোঝানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। তাঁরা বলেন, স্কুল ইচ্ছাকৃত ভাবে পড়ুয়াদের কম নম্বর দেয়নি। তাঁরা যা পেয়েছে, সেটিই বোর্ডে পাঠানো হয়েছে। যদিও, পুলিশের মন্তব্যে সন্তুষ্ট নন অভিভাবকরা।

Koushik Dutta

সম্পর্কিত খবর