বাংলা হান্ট ডেস্ক :এবার থেকেই প্রশ্নপত্রের মধ্যেই লিখতে হবে উত্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে গত কয়েক মাস আগে এমনই নির্দেশিকা জারি করা হয়েছিল৷ অর্থাত্ মাধ্যমিকে ইংরেজি পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার সমস্ত প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে ৷ তাই পর্ষদের তরফ থেকে একটি প্রশ্নের উত্তর লেখার জন্য যতটুকু জায়গা ফাঁকা থাকবে ঠিক তার মধ্যেই পর্যাপ্ত উত্তর লিখতে হবে৷ কিন্তু সেই নিয়ম ধোপে টিকল না, ঘোষণা হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সেই সিদ্ধান্ত বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ অর্থাত্ এখন থেকে প্রশ্নপত্রে আর উত্তর লিখতে হবে না আগের নিয়ম বহাল থাকলেও৷
শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সংবাদমাধ্যমে উত্তর লেখার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা বাতিল করা হচ্ছে বলে ঘোষণা করেন৷ তবে এখানেই উঠছে প্রশ্ন? ছমাস আগে যেহেতু বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছিল পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষার ঠিক কয়েক মাস আগে হঠাত্ পিছু হটার কারণ কী? যেহেতু চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নের সঙ্গে উত্তরপত্র দেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না তা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে৷
এই প্রসঙ্গে বলতে গিয়ে সংসদ নতুন নিয়মে আগামী বছর পরীক্ষা নেওয়া যাবে না বলে সরাসরি জানিয়েছে পাশাপাশি, আগের নিয়ম অনুযায়ী আগামী বছরের পরীক্ষা হবে বলেও জানিয়েছে৷ তবে হঠাত্ সংসদের এই সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর মাত্র তিন মাস আগেই সংসদের এহেন চিন্তাধারায় সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷