শেষবার করেছিলেন মোদী! এশিয়ান গেমসে ভারতের ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালেন প্রণয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চীনের মাটিতে চলতি এশিয়ান গেমসে (2023 Asian Games) এইচএস প্রণয় (HS Prannoy) অসাধারণ ছন্দে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার দুর্দান্ত অভিযানটির সমাপ্তি ঘটলো শুক্রবার। আজ তিনি পুরুষদের ব্যাডমিন্টন (Badminton) সিঙ্গলসের সেমিফাইনালে চীনের লি শি ফেংয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে হেরে যান। উদ্বোধনী খেলার ব্যবধানে মাত্র এক পয়েন্ট পিছিয়ে যাওয়ার পর, বিশ্বের এক নম্বরে। বিশ্বের পয়লা নম্বর প্রতিযোগীতার বিরুদ্ধে বেশিক্ষণ টিকতে পারেননি প্রণয়। মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২১-১৬, ২১-৯ ফলে প্রণয়কে উড়িয়ে ভারতীয়দের জন্য স্বর্ণ-পদকের জন্য সমস্ত আশা চূর্ণ করে দেয় চীনের ব্যান্ডমিন্টন তারকা।

প্রণয়ের এই হারের অর্থ ছিল এটাই যে তাকে সোনা হাতছাড়ার হতাশা কাটিয়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু কাছাকাছি পৌঁছে তা হাতছাড়া করাটা অত্যন্ত দুঃখের ব্যাপার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তারকা শাটলারের জন্য এই ব্রোঞ্জ জয়টিও একটি ঐতিহাসিক কীর্তি ছিল। কারণ তিনি পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গলসে ভারতের জন্য অঞ্চলে একটা পদক আনতে পেরেছেন।

এর আগে গত ৪১ বছরে এমনটা হয়নি। এশিয়ান গেমস এর পুরুষদের ব্যাটমিন্টনে ভারতের বলার মত কোন সাফল্য ছিল না গত তিন দশক ধরে। এশিয়ান গেমসে দ্বিতীয় পদকের জন্য ভারতকে ৪১ বছরের দীর্ঘ অপেক্ষা সহ্য করতে হয়েছিল। প্রণয়ের আগে শাটলার সৈয়দ মোদি এশিয়ান গেমসের ১৯৮২-র সংস্করণে তৃতীয় স্থান অর্জন করে শেষবার ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিল।

৩১ বছর বয়সী শাটলার সেমিফাইনালে একটি ভাল ছন্দ নিয়েই শুরু করেছিলেন। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারানোর সময় তিনি পেয়েছিলেন। তাই সেমিফাইনালে তিনি নিজেদের পুরো ছন্দে ছিলেন না। ফলে কিছু ভুলের কারণে মাঝপথেই সেই ছন্দ হারিয়ে ফেলেন, আর একবার ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া মাত্র লি প্রণয়কে আর ম্যাচে ফেরার সুযোগ দেননি।

আরও পড়ুন: সাই কিশোরের ঘূর্ণিতে বিধ্বস্ত বাংলাদেশ! ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরে বিদায় এশিয়ান গেমস থেকে

প্রণয়ের ব্রোঞ্জ ভারতের হয়ে ৮৮ তম পদক নিশ্চিত করেছে। ১০০ পদকের মাইল ফলক ছোঁয়ার জন্য খুব ভালো জায়গায় চলে এসেছে ভারত। মোট ২১টি স্বর্ণপদক, ৩২টি রৌপ্য এবং ৩৫ টি ব্রোঞ্জ পদকের সাথে পদকের অবস্থানে চতুর্থ স্থানকে সুদৃঢ় করেছে। তবে এরপরও ভারতের আজ বেশ কয়েকটি পদক জেতার সম্ভাবনা রয়েছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর