‘SSC-র সমস্যা..,’ ‘এখন পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ’, বললেন উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হওয়া সৃজিতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (HS Result 2025) করেছে সংসদ। এবারের উচ্চমাধ্যমিকে মেয়েদেরকে টেক্কা দিয়েছে ছেলেরা। ৯২ শতাংশের বেশি ছাত্র পাশ করেছেন। ছাত্রীদের মধ্যে পাশের শতাংশ ৮৮ এর কিছু বেশি। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার সোনা মুখী গার্লস হাইস্কুলের পড়ুয়া সৃজিতা ঘোষাল (Srijita Ghosal)। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সে চতুর্থ স্থান দখল করেছে।

কি প্রতিক্রিয়া সৃজিতার? HS Result 2025

এদিন নিজের সাফল্য নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিতা বলে, ‘প্রথমে একদম বিশ্বাস হচ্ছিল না। সবাই যখন বলল তখন আমি বিশ্বাস করি। খুব ভাল লাগছে। আমার এক বান্ধবী ফোন করে জানায় যে আমি চতুর্থ হয়েছি। তারপর সবাই ফোন, মেসেজ করছে জানিয়েছে।’

কৃতি ছাত্রী জানায়, ‘মাধ্যমিকের পরে দু ‘বছর পড়াশোনা ছাড়া আর কিছুই করিনি। আগে ছবি আঁকতাম, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান করতাম। তবে উচ্চ মাধ্যমিকের আগে পড়াশোনাটাই মূল লক্ষ্য ছিল। সময় করে পড়েছি।’ এর পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতির কথাও শোনা গেল সৃজিতার মুখে।

সৃজিতা বলে, পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থা খুবই খারাপ। মূলত সরকারি চাকরি নিয়ে ভবিষ্যতে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আমার রাজ্য এই সমস্ত অবস্থা থেকে বেরিয়ে আসুক। পরিস্থিতি ঠিক হোক সেটাই চাইব। চাইব যাতে এসএসসির সমস্যা তাড়াতাড়ি মিটে যায়, যাতে আমাদের জেনারেশন আগামী দিনে চাকরি পেতে পারে।’

ভিডিও দেখুন: https://youtu.be/qY-YipN5WE0?si=qKkfl8JYbH9aBwqB

উল্লেখ্য, উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমান জেলার রূপায়ণ। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বাসিন্দা তুষার দেবনাথ। ৪৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। উচ্চমাধ্যমিক তৃতীয় স্থান অধিকার করেছেন আরামবাগের রাজর্ষি অধিকারী। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। চতুর্থ বাঁকুড়ার সৃজিতার প্রাপ্ত নম্বর ৪৯৪। মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৭২ জন।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দি স্বামী! ‘অপারেশন সিঁদুরে’র পরেই কান্না বাঙালি জওয়ানের স্ত্রীর! বললেন, ‘পাকিস্তান হয়তো…’

চলতি বছর উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৪৫.৩৮%। ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ২৫.৬৬%। ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১৬.৯৯%। ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১০.২৫%। ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১.৬৯%

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X