বাংলা হান্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (HS Result 2025)। বুধবার ৭ মে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল সামনে এল। এদিন দুপুর ১২টায় সংবাদিক সম্মেলন করে এবার ফলপ্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমান জেলার রূপায়ণ। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বাসিন্দা তুষার দেবনাথ। ৪৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন তিনি।
উচ্চমাধ্যমিকে জেলার জয়জয়কার (HS Result 2025)
উচ্চমাধ্যমিক তৃতীয় স্থান অধিকার করেছেন আরামবাগের রাজর্ষি অধিকারী। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। চতুর্থ বাঁকুড়ার সৃজিতার প্রাপ্ত নম্বর ৪৯৪। মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৭২ জন। এবারেও উচ্চমাধ্যমিকে জেলার জয়জয়কার। হুগলি থেকে মেধাতালিকায় রয়েছে ১৪ জন। বর্ধমান থেকে ৭ জন, কোচবহিার থেকে ৬ জন, বাঁকুড়া ও বীরভূম থেকে ৫ জন করে জায়গা করে নিয়েছে মেধাতালিকায়।
প্রথম দশে কলকাতার চার জন পড়ুয়া রয়েছে। মেধাতালিকায় সেরা ১০ এ ৭২ জনের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন একজন করে পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় স্বভাবসিদ্ধভাবে নজর কেড়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩ ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়া অনীশ বাড়ুই এবং অনীক বাড়ুই দুই ভাই একই নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছেন।
ভিডিও দেখুন: https://youtu.be/qY-YipN5WE0?si=qKkfl8JYbH9aBwqB
এবারের উচ্চমাধ্যমিকে মেয়েদের গোল দিয়েছে ছেলেরা। ৯২ শতাংশের বেশি ছাত্র পাশ করেছেন। ছাত্রীদের মধ্যে পাশের শতাংশ ৮৮ এর কিছু বেশি।
এবারে ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করল সংসদ। এবারের উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৪৫.৩৮%। ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ২৫.৬৬%। ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১৬.৯৯%। ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১০.২৫%। ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১.৬৯%।
আরও পড়ুন: ‘চুপিসারে’ OBC সমীক্ষা চালাচ্ছে রাজ্য! হাইকোর্টের ভর্ৎসনার মুখে সরকার, বড় নির্দেশ আদালতের
উল্লেখ্য, বার্ষিকভাবে এবারেই শেষ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল। আগামী বছর থেকে সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তৃতীয় সেমিস্টার শুরু হবে ৮ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর। চতুর্থ সেমিস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারী।