ভুলে যান ল্যাপটপ, মার্কেটে এলো 12GB র‍্যাম, 11.5 ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট! ফিচার্স চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই যুগের সাথে তাল মিলিয়ে নিত্যনতুন ডিভাইস বাজারে আনছে সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার টেকপ্রেমীদের জন্য একটি বড়সড় সুখবর সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Huawei তার নতুন ট্যাবলেট হিসেবে Huawei MatePad Air Android ট্যাবলেট লঞ্চ করেছে।

জানিয়ে রাখি যে, আপাতত কোম্পানি এটি চিনে লঞ্চ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই ট্যাবের দুর্দান্ত সব ফিচার্স রীতিমতো অবাক করবে সকলকে। জানা গিয়েছে, ট্যাবটিতে একটি IPS ডিসপ্লে রয়েছে। যা 2.8K কনটেন্টের আউটপুট করতে সক্ষম হয় এবং এটিতে ভেরিয়েবল রিফ্রেশ রেট রয়েছে।

পাশাপাশি, HUAWEI MatePad Air-এ 2880×1840 পিক্সেল রেজোলিউশন এবং 270 ppi পিক্সেল ডেন্সিটি সহ রয়েছে 11.5-ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও, এই ট্যাবলেটের স্ক্রিন-টু-বডি রেশিও হল 87% এবং ডিসপ্লেটিতে 30Hz থেকে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট উপলব্ধ রয়েছে।

রয়েছে 12GB RAM এবং শক্তিশালী ব্যাটারি: নতুন হাই-এন্ড Huawei ট্যাবলেটটি Snapdragon 888 প্রসেসর দ্বারা চালিত হয়। ট্যাবলেটটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ উপলব্ধ রয়েছে। এছাড়াও, এটিতে 8300mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে। যেটি 40W-এর তারযুক্ত চার্জিং সাপোর্ট করে।

এদিকে ফটোগ্রাফির জন্য, এখানে রয়েছে 8-মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি 13-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। উল্লেখ্য যে, ট্যাবটি একটি এলটিই মোডেমের সাথে উপলব্ধ হয় এবং এর সাউন্ড সিস্টেমে চারটি স্পিকার এবং চারটি মাইক্রোফোন রয়েছে।

whatsapp image 2023 05 24 at 6.32.57 pm

কত রয়েছে দাম: এবারে আসি HUAWEI MatePad Air-ওর দামের প্রসঙ্গে। এটিতে স্টাইলাস এবং কিবোর্ড সাপোর্ট পাওয়া যায়। যদিও এটি আলাদাভাবে কিনতে হবে। চিনে MatePad Air-এর 8GB+128GB মডেলের দাম হল 2,899 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 34,000 টাকা) এবং 12GB+512GB মডেলের দাম হল 4,499 ইউয়ান (প্রায় 53,000 টাকা)।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর