৪৮ বছরের বড় ব্যক্তির প্রেমে মজে ২৩-র তরুণী, তবে এই চিন্তা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে হাঁটুর বয়সী প্রেমিকাকে

বাংলাহান্ট ডেস্ক : “অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া/ এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া”… প্রেমের ফাঁদে পড়লে ধর্ম, বর্ণ, বয়সের ব্যবধান সবকিছুই যেন ফিকে হয়ে যায়। প্রায়শই এমন অনেক খবর আমাদের সামনে আসে যেখানে একজন যুবতী বা পুরুষ তার চেয়ে অনেক বেশি বয়সী ব্যক্তির প্রেমে পড়েন।

কিন্তু সমাজে এখনও স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের বিস্তর ব্যবধানকে বাঁকা চোখেই দেখা। অন্যদিকে ভারতের কথা যদি বলি, এখানে মেয়ের বয়স যদি ছেলের চেয়ে বেশি হয় বা ছেলের বয়স অত্যধিক বেশি হয় তাহলেও তাদেরকে শুনতে হয় মানুষের সমালোচনা। সম্প্রতি, একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে মেয়েটির বয়স 23 বছর এবং তিনি যার প্রেমে পড়েছেন তার বয়স 71 বছর।

23 বছর বয়সী এই মেয়েটি জানিয়েছে যে যখন থেকে তার প্রেমিক তাকে বিয়ে করার কথা বলেছে, তখন থেকেই গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও সে খুব বিভ্রান্ত হয়ে পড়েছে। যদিও মেয়েটির কথায়, “আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি কিন্তু পরিচিতদের কম বেশী সকলেরই বক্তব্য, আমি বৃদ্ধকে ভালোবেসে আমার সময় নষ্ট করছি।” পাশাপাশি মেয়েটি আরোও জানায়, গত দুই বছর ধরে তার সেই প্রেমিকের সঙ্গে সম্পর্কও রয়েছে।

তবে, তরুণী তার প্রেমিকের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, তার প্রেমিক তার বয়সের তুলনায় অনেক বেশি ফিট এবং সক্রিয়। একইসঙ্গে বছর সাতাশের তরুণীর যুক্তি, “একসঙ্গে যৌথযাপন করার কথা ভেবে আমরা যদি বিয়েও করি, তাহলেও আমরা দীর্ঘদিন বিবাহিত দম্পতি হিসেবে একসঙ্গে থাকতে পারব।”

hindu marriage reuters

ইতিমধ্যেই মেয়েটি একটি ওয়েবসাইটে তার মনের এই কথাগুলি লেখেন। মেয়েটির এই পোস্টে মানুষজন তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন- বিয়ের পর আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে নার্স হিসেবে থাকবেন, স্ত্রী হিসেবে নয়। এর থেকে ভালো মানুষ পাবেন। একই সময়ে, অন্য একজন লিখেছেন যে এটি আপনার পুরো জীবনকে ধ্বংস করবে এবং আপনার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর