কলকাতায় ফের যকের ধন! এবার ট্যাংরায় উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা

বাংলাহান্ট ডেস্ক : ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল কলকাতায়। কলকাতা পুলিশ ট্যাংরা (Tangra) অঞ্চলে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করল নগদ (Cash Recovered) ৬৫ লক্ষ টাকা। কলকাতা পুলিশ (Kolkata Police) ইতিমধ্যে জালিয়াতি ও আর্থিক প্রতারনার দায়ে অভিযুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ ভুয়ো ওয়েবসাইট খুলে সোনা বিনিয়োগের টোপ দেখিয়ে প্রায় দেড় কোটি টাকা জালিয়াতির।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বেঞ্জামিন আলি(২৮)। কলকাতা পুলিশ আজ তল্লাশি চলায় ট্যাংরা থানার ক্রিস্টোফার রোডের একটি ভাড়া বাড়িতে। সেখান থেকেই গ্রেফতার করা হয় বেঞ্জামিনকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬৫ লক্ষ ৬০ হাজার টাকা। তার কাছ থেকে কিছু বৈদ্যুতিক ডিভাইসও উদ্ধার করা হয়েছে। বিপুল অঙ্কের টাকা উদ্ধার হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

পুলিশ জানিয়েছে, সোনায় বিনিয়োগের টোপ দিয়ে যে জালিয়াতি চক্র চলছিল, তার এক চাঁইয়ের সঙ্গে বেঞ্জামিনের আর্থিক লেনদেন চলত। এই সংক্রান্ত তথ্য মিলেছে ব্যাংক অ্যাকাউন্টে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ভুয়ো ওয়েবসাইট খুলে সোনা জমানোর নামে ১ কোটি ৩৩ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ১১ টি ভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে জালিয়াতির টাকা।

cash

সূত্রের খবর, সেই টাকা আবার অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে অভিযুক্তরা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এই চক্রে যুক্ত থাকার অভিযোগে গত নভেম্বরে গ্রেফতার করা হয় পাঁচজনকে। পুলিশ আরও একজনকে হেফাজতে নেয় জানুয়ারিতে। তার কাছ থেকে উদ্ধার হয় বহু নথি। এরপর ফের এই জালিয়াতি চক্রের একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর