২ বছরে ৫৬০ বিঘা জমি! অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন পুরসভা কর্মী বিদ্যুৎবরণের বিরুদ্ধে কোমর বাঁধল CBI

বাংলাহান্ট ডেস্ক : অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ‘ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত তিনি। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সিবিআই-র নজরেও রয়েছেন তিনি। বোলপুরের কালিকাপুরের বাসিন্দা কেষ্ট ঘনিষ্ট এই বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানাও দেন সিবিআই (CBI) আধিকারিকরা। এর পরই বোলপুর (Bolpur) পুরসভার কর্মী বিদ্যুৎবরণের নামে বোলপুরের বিভিন্ন এলাকায় একাধিক জমির হদিশ পেল সিবিআই।

সিবিআই তরফে জানা যাচ্ছে, বিদ্যুৎবরণ এবং কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডল দু’টি কোম্পানির জয়েন্ট ডিরেক্টর। এরই সঙ্গে বিদ্যুৎবরণের নামে বল্লভপুর, কালিকাপুর, বোলপুর, সুরুল, জলজলিয়া প্রভৃতি এলাকায় প্রচুর জমি খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে শুধু কালিকাপুর মৌজাতেই রয়েছ মোট ৫৭টি জমি। এ ছাড়াও বোলপুর মৌজায় ২টি, সুরুল মৌজায় ২টি, বল্লভপুর মৌজায় ৭টি, কঙ্কালীতলা এলাকার জলজলিয়া মৌজায় ৪টি জমি রয়েছে বলে জানা যাচ্ছে।

এই সমস্ত জমি ২০২০ ও ২০২১ সালের মধ্যেই কেনা হয়। সব মিলিয়ে এই দু’বছরে মোট ৫৬০ কাঠা জমি বিদ্যুৎবরণের নামে কেনা হয়েছে বলে তথ্য সামনে আসছে। এখন প্রশ্ন হল, পুরসভার এক সামান্য কর্মী কী ভাবে এত বিপুল পরিমাণ জমি কিনলেন? এই উত্তরের খোঁজেই তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা।

কালিকাপুরের বাসিন্দাদের অনেকেই জানান, ‘ওঁর এত সম্পত্তি কী করে হল, সেটা আমাদের কাছেও বিরাট ধাঁধা।’ অনুব্রতের বিশেষ ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই এ জিনিস সম্ভব হয়েছে তা মেনে নিলেন অনেকেই। এত জমি কেনার অর্থ কোথা থেকে এসেছে তার দিকেই এখন নজর সিবিআই-এর। কয়েক দিন আগেই বোলপুরে জমি রেজিস্ট্রি অফিসে তল্লাশি চালিয়ে বিদ্যুৎবরণের নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পান কেন্দ্রীয় আধিকারিকরা।

সিপিএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, ‘এরা এত বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত যে দু’নম্বরি টাকা রাখার জায়গা নেই। তাই নামে-বেনামে প্রচুর জমি কিনে রেখেছে। আমরা চাই এই সমস্ত কিছুর তদন্ত হোক।’ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল বলেন, ‘সঠিক তদন্ত হলে আরও প্রচুর সম্পত্তির হাদিস মিলবে।’

সংবাদমাধ্যম একাধিকবার বিদ্যুৎবরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাঁর খোঁজ মেলেনি পুরসভাতেও তাঁর খোঁজ মেলেনি। এমনকি তাঁর মোবাইলও বন্ধ। জেলা তৃণমূলের কোনও নেতাই এই বিষয়ে মুখ খুলতে চাননি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর