বাংলা হান্ট ডেস্কঃ প্রশাসনের তরফ থেকে সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে উঠে আসা ঘটনা যে এতটা মারাত্মক হতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ আর অবশেষে হল তাই! উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের (Raigunj) কর্ণজোড়া এলাকায় সরকারি জমি বেদখল করার ঘটনায় একটি গোডাউন উচ্ছেদ করতে গিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ কাঠ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল (Trinamool Congress) নেতা অনিল দেবনাথের (Anil Debnath) স্ত্রী বেলা বসাক দেবনাথ।
সম্প্রতি, রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় সরকারি জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরবর্তী ক্ষেত্রে সেখানে উপস্থিত একটি গোডাউন না ভাঙায় হস্তক্ষেপ করে প্রশাসন। এই ঘটনায় প্রকাশ্যে আসে তৃণমূল নেতা অনিল দেবনাথ এবং তাঁর স্ত্রী বেলা বসাক দেবনাথের নাম। এক্ষেত্রে জমি উদ্ধারের ঘটনায় তৎপর প্রশাসন গোডাউন ভাঙতে যেতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের।
এক্ষেত্রে বিপুল পরিমাণ কাঠ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। বন দপ্তরের দাবি অনুযায়ী, উক্ত এলাকা থেকে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করা হয়েছে। এক্ষেত্রে তৃণমূল নেতার স্ত্রীয়ের তরফ থেকে কোনরকম বৈধ কাগজপত্র দেখানো হয়নি বলেই অভিযোগ বন দপ্তরের।
যদিও অপরদিকে বেলা বসাক দেবনাথ বলেন, “বৈধভাবে ক্রয় করা হয়েছিল ওই কাঠ।” অপরদিকে তৃণমূল নেতা এই প্রসঙ্গে বিশেষ কোনো মন্তব্য করেন নি।
বেলা বসাক আরো বলেন, “এলাকার এক ব্যক্তির কাছ থেকে গাছ ক্রয় করা হয়েছিল। এক্ষেত্রে অবৈধতার কোন বিষয় নেই। এক্ষেত্রে অবশ্য বন দপ্তরের তরফ থেকে ট্রাকে করে ওই কাঠগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।”