ভোটের আগে কল্পতরু রেল! ১৫৮৬ কোটি টাকার বরাত নির্বাচনের আবহেই

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে একাধিক প্রকল্প সামনে এনেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের উন্নয়নে আমরা সবাই সুফল ভোগ করছি। বন্দে ভারত সহ একাধিক এক্সপ্রেস ট্রেন নেমেছে ট্র্যাকে। এছাড়াও চলছে রেললাইন সম্প্রসারণের কাজ। বিভিন্ন জায়গায় ফুট ওভারব্রিজ, সিগন্যালিং ব্যবস্থার কাজ চলছে রেলের পক্ষ থেকে।

সামনেই রয়েছে দেশের লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আবহে ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের পাঁচটি ইস্পাত সংস্থাকে বিপুল পরিমাণ বরাত দেওয়া হল। সূত্রের খবর, ভারতীয় রেলের পক্ষ থেকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল, টাটা স্টিল, জিন্দাল স্টেইনলেস লিমিটেড, আর্সেলর-মিত্তল নিপ্পন স্টিল এবং জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারকে ১৫৮৬.৩৯ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে।

আরোও পড়ুন : জোরকদমে চলছে চর্চা! পিঙ্কি মজেছেন নতুন প্রেমে? দেখুন, কাঞ্চনের প্রাক্তনের সেই মনের মানুষ কে

ভারতীয় রেল বিপুল পরিমাণ ইস্পাত কিনবে এই সংস্থাগুলির পক্ষ থেকে। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট বলছে, গত বছর ভারতীয় রেল টেন্ডার ডাকে মাইল্ড/ কর্টেন স্টিল শিট/ প্লেট/ কয়েল কেনার উদ্দেশ্যে। সেই টেন্ডারের বরাত হিসেবে ভারতীয় রেল পাঁচটি সংস্থাকে ১৫৮৬ কোটি টাকার অর্ডার দিয়েছে।

From cancelled tickets Railways earned 1,230 crores in just 3 years.

আরো একটি রিপোর্ট থেকে জানা গেছে, ভারতীয় রেল গত ফেব্রুয়ারি মাসে পৃথক একটি টেন্ডার ডাকে। এই টেন্ডার ডাকার মূল উদ্দেশ্য ছিল স্টেইনলেস স্টিল শিট এবং প্লেট কেনা। সম্প্রতি ২০২৩ সালের ও গত ফেব্রুয়ারি মাসের টেন্ডারের ফল প্রকাশ হয়েছে। ভারতীয় রেলের পক্ষ থেকে এই দুটি টেন্ডার মিলিয়ে অর্ডার দেওয়া হয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার মেট্রিক টন ইস্পাত।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর