এ যেন যুদ্ধের প্রস্তুতি! চুঁচুড়ায় অভিযান চালিয়ে মিললো কাঁড়ি কাঁড়ি আগ্নেয়াস্ত্র, বিস্ফোটক পদার্থ

বাংলা হান্ট ডেস্কঃ ঠাঁই মিলেছে জেল হেফাজতে, তবুও কমেনি দাপট। অনুগামীদের দিয়েই একপ্রকার চালাচ্ছিল অপকর্ম। তবে বর্তমানে সেই কুকীর্তির কথা জানতে পেরেই তাদের গোপন ডেরায় অভিযান চালায় পুলিশ এবং এর পরেই একাধিক আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় আট দুষ্কৃতীকে গ্রেফতার করেছে চন্দননগর (Chandannagar) পুলিশ।

সম্প্রতি, প্রশাসনের হাতে গ্রেফতার হয় হুগলির ‘ডন’ টোটন বিশ্বাস। কুখ্যাত এই দুষ্কৃতীকে পাকড়াও করতে বহুদিন ধরেই তল্লাশি চালায় পুলিশ। অবশেষে হেফাজতের পিছনে ঠাঁই মিললেও কমেনি কুকীর্তি। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন পূর্বেই স্থানীয় হাসপাতালে শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়ার সময় তাকে খুনের চেষ্টা করে একদল দুষ্কৃতী। আবার এরপরেই আদালতের নিয়ে যাওয়ার সময় টোটনের পিছনে ধাওয়া করে বেশ কয়েকজন যুবক। পরবর্তীতে তাদেরকে গ্রেফতারও করে পুলিশ এবং সেই সকল ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে গতকাল টোটনের গোপন ডেরায় হানা দেয় তারা।

উল্লেখ্য, চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় থাকত টোটন। এলাকায় ‘কুখ্যাত দুষ্কৃতী’ হিসেবেই পরিচিত সে। বর্তমানে গ্রেফতার হলেও বিগত বেশ কয়েকদিন ধরে এলাকাতে একের পর এক অপকর্মের সন্ধান মিলতে শুরু করে এবং অবশেষে গতকাল আরো এক দুষ্কৃতী সুকুমার মাঝির বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ টি আগ্নেয়াস্ত্র, একাধিক পিস্তল এবং ২০৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এছাড়াও পাইপ গান এবং বিস্ফোরকের সন্ধান মিলেছে।

এ ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে রয়েছে বিকাশ রাজভড়, রবি পাসওয়ান, নীল পাসওয়ান, সুকুমার মাঝি, সুজিত মণ্ডল সহ আরো অনেকে। পুলিশের অনুমান, এ ঘটনায় আরো অনেকে জড়িত থাকতে পারে। পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও একাধিক তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর