বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন পূর্বেই ভাঙরের (Bhangar) কাশিপুর (Kashipur) এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এক অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয় আর এবার মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের একবার অস্ত্র উদ্ধার হল ভাঙরে। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
এদিন আশিক গাজি নামে এক ব্যক্তির কাছ থেকে তিনটি কার্তুজ এবং পাঁচটি বন্দুক উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাঙরের কাশীপুর এলাকায়। সূত্রের খবর, ধৃত ব্যক্তি মূলত অস্ত্র ব্যবসা করত। তবে এক্ষেত্রে ভাঙরের বুকে একের পর এক অস্ত্র ব্যবসায়ীরা কোন উদ্দেশ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করে চলেছে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোন ধারণা মেলেনি।
সূত্রের খবর, এদিন আশিক গাজি নামে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করার পাশাপাশি ইতিমধ্যেই তাকে আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, অতীতেও ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে।
কয়েকদিন পূর্বে কাশিপুর এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীর কাছ হতে চারটি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে তারা।
এই ঘটনার দরুণ ইতিমধ্যে আইএসএফ দলের দিকে অভিযোগের আঙুল ছুড়ে দিয়েছে ঘাসফুল শিবির। তাদের দাবি, “পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকায় অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য অস্ত্র রাখার পরিকল্পনা নিয়েছিল আইএসএফ নেতারা। এলাকায় মানুষদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়াই ছিল ওদের উদ্দেশ্য।” যদিও অপরদিকে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্টা আক্রমণ শানিয়েছে আইএফএস।