বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান ঘটেছে গতকাল। কোটি কোটি ভারতীয়র মনোবাঞ্ছা পূর্ণ করে রামলালা এসেছে তার নিজঘরে। তারপর থেকেই রামলালা (Ramlala) দর্শনে অযোধ্যায় (Ayodhya) ভক্তদের সুনামি! অবস্থা এমন যে, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে মন্দির (Ram Mandir) কর্তৃপক্ষ। বিশৃঙ্খলার কারণে আপাতত মন্দির দর্শন বন্ধ করল পুলিশ।
বিভিন্ন সূত্র মাধ্যমে পাওয়া খবর, রামলালা দর্শনে ভক্তদের সুনামি শুরু হয়েছে অযোধ্যায়। ইতিমধ্যেই বেশ কয়েকজন পদপিষ্ট হয়েছেন বলে খবর। বড়সড় দুর্ঘটনার খবর এখনও না এলেও, এই হারে ভিড় বাড়তে থাকলে দুর্ঘটনা ঘটা কেবল সময়ের অপেক্ষা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী আনছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।
শোনা যাচ্ছে, ভক্তদের ভক্তির সামনে ফিকে পড়ে গেছে পুলিশের ব্যারিকেড। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরে ঢোকার চেষ্টা করছেন রামভক্তরা। সবারই ইচ্ছা, কেবল একবার রামলালার দর্শন পাওয়া। তারপরেই অতিরিক্ত পুলিশ বাহিনী চেয়ে আবেদন জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। একই সাথে বাতিল করা হয়েছে ভিআইপি দর্শনও।
আরও পড়ুন : বিপাকে মহুয়া! এবার যাকে ডেকে পাঠাল সিবিআই, আরও ফ্যাসাদে পড়বেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ
সূত্রের খবর, গতকালই জেপি নাড্ডা সহ বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতার রাম মন্দির দর্শনের কথা ছিল আগামিকাল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা অবধি সেই সফর বাতিল করা হয়েছে। যদিও মন্দিরে যে ভিড় হবে সে বিষয়ে পূর্বেই ওয়াকিবহাল ছিল উত্তর প্রদেশ সরকার। তবে সেই ভিড় যে এরকম হতে পারে তা ছিল কল্পনারও অতীত। চরম শৈতপ্রবাহকে উপেক্ষা করেই ভোর ৩টে থেকে লাইন দিয়ে রয়েছেন পুণ্যার্থীরা। এরই মাঝে বেশ কয়েকজন অসুস্থও হয়েছেন।
আরও পড়ুন : রেশন দুর্নীতির টাকায় দুবাইয়ে গাড়ি-মদের ব্যবসায় লগ্নি তৃণমূলের শংকরের! চরম কেচ্ছা ফাঁস করল ED
প্রসঙ্গত উল্লেখ্য, মন্দির দর্শনের সময়ের কথা বললে আজ মঙ্গলবার সকাল ৭টায় খোলা হয় মন্দিরের দরজা। বেলা ১১টা অবধি খোলা রেখে তা আবার বন্ধ করা হয়। এরপর দরজা খোলে দুপুর ২টোর সময়। দরজা বন্ধ হবে সন্ধ্যা ৭টার সময়। এছাড়াও মোট দু’বার আরতি করা হবে রামলালার মন্দিরে। একবার সকাল সাড়ে ৬টায় এবং আরেকবার সন্ধ্যা ৭টায়।