বাংলাহান্ট ডেস্ক : বৈশাখ এখনও আসেনি, তবে চৈত্রের ভ্যাপসা গরমই জানান দিচ্ছে ‘গ্রীষ্ম জাগ্রত দ্বারে।’ গত কয়েক বছর ধরে কলকাতা সহ গোটা ভারতেই দাপট দেখাচ্ছে গরম। বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত জলবায়ু মাত্রারিক্ত গরমের অন্যতম নেপথ্য কারণ। এই আবহে অনেকেই গ্রীষ্মকালে নতুন এয়ারকন্ডিশনার কেনার পরিকল্পনা করে ফেলেছেন। Flipkart-amazon এর মতো বিভিন্ন ই-কমার্স প্লাটফর্ম এসির উপর নিয়ে এসেছে একাধিক অফার। তবে টাটা ক্রোমা গ্রীষ্মের শুরুতে প্রায় অর্ধেক দামে দিচ্ছে নতুন এসি (TATA AC) কেনার সুবর্ণ সুযোগ। তাই গরমকালে স্বাভাবিকভাবেই ভারতের বাজারে চাহিদা বাড়ছে টাটার এসি (TATA AC) বা এয়ার কুলারের। আপনি যদি নতুন টাটা এসি (TATA AC) কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সেরা সময়।
TATA ক্রোমায় আকর্ষণীয় ছাড়ে মিলছে AC (TATA AC):
• LG TS 6 in 1 কনভার্টেবল ১.৫ টন ৩ স্টার ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি প্রায় ৫৩ শতাংশ ছাড়ে কেনার সুযোগ থাকছে ক্রোমায়। ৭৮,৯৯০ টাকা বাজার মূল্য হলেও, LG TS 6 in 1 কনভার্টেবল AC ক্রোমায় মিলছে মাত্র ৩৭,৪৯০ টাকায়। ১৮০ বর্গফুটের রুমের জন্য ১.৫ টনের এই এসি এক্কেবারে যথাযথ। ভিআইআরএটি মোড, এডিসি সেন্সর এবং স্মার্ট ডায়াগনোসিস সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এলজির এই এয়ারকন্ডিশনার মডেলে।
আরও পড়ুন : শত্রুদের দাদাগিরি এবার শেষ! ভারতের হাত ধরে তাণ্ডব করতে প্রস্তুত “রুদ্র”
• যারা বাজেট ফ্রেন্ডলি এসি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সেরা বিকল্প হতে পারে VOLTAS 165V Vectra Pearl ১.৫ Ton ৫ Star Inverter Split AC। ১.৩ টনের ৫ স্টার রেটিংয়ের এই এসিটি দুর্দান্ত কুলিংয়ের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ীও বটে। ৭১,২৭৬ টাকার এই এসি ক্রোমায় মিলছে মাত্র ৩৫,৯৯০ টাকার দুর্দান্ত অফারে। অ্যান্টি-মাইক্রোবিয়াল সুরক্ষা ফিল্টার, টার্বো এবং স্লিপ মোড এবং স্ব-ডায়াগনোসিসের মতো অত্যাধুনিক প্রযুক্তি নয়া বৈশিষ্ট্য যুক্ত করেছে VOLTAS 165V Vectra Pearl মডেলটিতে।
• LG TS 6 in 1 কনভার্টেবল ১.৫ টন ৩ স্টার ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ঠান্ডা রাখবে আপনার ঘর। এসিতে ব্যবহৃত তামার কনডেন্সার ঘরের টেম্পারেচার কন্ট্রোল রাখতে অত্যন্ত সহায়ক। ৭৮,৯৯০ টাকা বাজার মূল্য হলেও, ক্রোমা মাত্র ৩৭,৬৯০ টাকায় দিচ্ছে LG TS 6 কেনার সুযোগ।