আমেরিকায় বিপুল ছাঁটাই! তাতেই লাভবান হচ্ছে ভারত, ব্যাপারটা কী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বের অন্যতম বৃহৎ টেক সংস্থা আইবিএম ফের একবার হাঁটতে চলেছে কর্মী ছাঁটাইয়ের পথে। দি রেজিস্টার-এর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একধাক্কায় মার্কিন (America) মুলুকে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে আইবিএম। তবে সেই কর্মীদের সংস্থা ত্যাগের আগে ভারতীয় কর্মীদের ট্রেনিং দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকায় (America) কর্মী ছাঁটাই

সূত্রের খবর, চলতি বছর মার্কিন টেক জায়ান্ট সংস্থা আইবিএম (IBM) প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। আইবিএমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে এই সিদ্ধান্তের ফলে। যার মধ্যে ক্লাউড ক্লাসিক ইউনিট অন্যতম। সূত্র মারফত খবর, গত কয়েক বছর ধরে ক্রমাগত মার্কিন সংস্থা আইবিএম ভারতে (India) তাদের কর্মী স্থানান্তরের প্রক্রিয়া চালাচ্ছে।

আরও পড়ুন : শাঁখা-পলা পরতে বাধা! কালো হিজাব পরতে হবে, মোথাবাড়িতে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিন্দু মহিলাদের

একটি রিপোর্টে বলা হয়েছে, “আইবিএম যতটা সম্ভব ভারতে পদ স্থানান্তর করার চেষ্টা করছে”। আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ কিছুদিন আগে জানিয়েছিলেন, কর্মী নিয়োগের ক্ষেত্রে সংস্থা ভারতীয়দের অগ্রাধিকার দিচ্ছে। ভারতীয়দের মেধার প্রাচুর্য ও কম পরিচালন ব্যয় এখন লক্ষ্য আইবিএমের। তাই মার্কিন মুলুকে বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের নেপথ্যে ‘ভারত ফ্যাক্টর’ কাজ করছে কি না, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন অনেকেই।

আরও পড়ুন : যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই হয় করওয়াচৌথ, বাংলা যতটা হিন্দুদের, ততটাই মুসলমানের: অভিষেক

নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ডালাস, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাস থেকে উল্লেখযোগ্য ভাবে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে আইবিএম। আবার একাধিক রিপোর্ট দাবি করেছে, গত কয়েক মাসে বেশ কিছু শূন্য পদ তৈরি হয়েছে এই টেক সংস্থায়। সেগুলি শুধুমাত্র ভারতের (India) জন্যই। আবার কিছুদিন আগে মেটা জানায়, কর্মদক্ষতার ভিত্তিতে ৫% কর্মী সঙ্কোচের পথে হাঁটতে চলেছে তারা।

তবে উল্টো দিকে তারপরেও ভারত থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করেছে মেটা। এমনকি অপর এক মার্কিন টেক জায়ান্ট গুগল গত বছর জানায়, আমেরিকার (America) বেশকিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট ধীরে ধীরে তারা ভারত ও মেক্সিকোয় স্থানান্তর করতে চায়। অনেকেই বলছেন, আমেরিকা ও ভারতের মধ্যে বেতন পার্থক্য অনেকটাই। যে টাকায় ভারতীয় কর্মীদের নিয়োগ করে ফেলা যায়, মার্কিন কর্মীদের নিয়োগের ক্ষেত্রে সেখানে খরচ করতে হয় অনেকটাই বেশি।

Huge employees layoff in America

তাই ওয়াকিবহাল মহলের ধারণা, মেধার প্রাচুর্যতার সাথে কম খরচে কর্মী নিয়োগের বিষয়টি নজর এড়াচ্ছে না বিশ্ব বিখ্যাত টেক জায়ান্ট সংস্থাগুলির। সেই কারণেই হয়ত ক্রমশ এই সংস্থাগুলিতে বাড়ছে ভারতীয় কর্মীর সংখ্যা। মার্কিন মুলুকে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত আদতে ভারতের জন্য শাপে বর হয়ে ওঠে কি না এখন সেটাই দেখার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X