ভোটের আগে বিপুল কর্মসংস্থান, চাকরি নিয়ে বড় ঘোষণা মমতার! হাসি ফুটবে বেকার চাকরিপ্রার্থীদের মুখে

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন (Lok Sabha Election) শিয়রে। নির্বাচনকে পাখির চোখ করে নিজ নিজ রণতরী সাজাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। এসবের মাঝেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের ঠিক মুখে বেকারত্ব দূরীকরণের কথা মুখ্যমন্ত্রীর গলায় । মুখ্যমন্ত্রীর কথা থেকে এটা বেশ স্পষ্ট যে, খুব শীঘ্রই বড় সুখবর পেতে পারে রাজ্যের চাকরিপ্রার্থীরা।

দিনকয়েক আগেই মালদহ সফরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে রাস্তায় নেমে পদযাত্রা করেন তিনি। পদযাত্রার শেষে মালদহ টাউনে গিয়ে বক্তৃতাও দেন তিনি। বক্তৃতায় তিনি বলেন, শীঘ্রই রাজ্যের অনেক স্কুলে শিক্ষক নেওয়া হবে ও পুলিশ বিভাগে কনস্টেবল নেওয়া হবে।

একই সাথে রাজ্যে একাধিক শূন্যপদে নার্স নিয়োগের কথাও বলেছেন তিনি। জানা যাচ্ছে ধাপে ধাপে এই সমস্ত শূন্যপদে নিয়োগ হবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর হাসি ফুটেছে চাকরিপ্রার্থীদের মুখে। সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিবৃতি এবং নোটিশ সম্পর্কে অবগত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : মদত জোগাচ্ছে যোগী প্রশাসন, জ্ঞানবাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষ, কী বলছে শীর্ষ আদালত?

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের পুলিশ বিভাগের নিয়োগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দিনকয়েক আগেই কলকাতা পুলিশের তরফে বিবৃতি জারি করা হয়, শীঘ্রই বিপুল সংখ্যক কনস্টেবল নিয়োগ করা হবে। একই সাথে সাব ইন্সপেক্টর পদের জন্যেও চলছে রিক্রুটমেন্ট। পাশাপাশি নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ার পদে। এছাড়াও দিন কয়েক আগেই প্রাইমারি শিক্ষক নিয়োগের জট কাটিয়ে প্রায় ১২ হাজার পদে শিক্ষক নিয়োগের কথা বলেছে আদালত।

আরও পড়ুন : জিও-এয়ারটেলের মাথায় হাত, ঝড়ের গতিতে চলবে ইন্টারনেট! বাজার কাঁপাতে 5G আনছে VI

interview

এছাড়াও নিয়োগ হবে গ্রুপ ডি কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী পদেও। সবে মিলিয়ে ভোটের আগে বিপুল সংখ্যক নিয়োগ করবে রাজ্য সরকার। তবে ঠিক কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। তাই আপাতত চাকরির নোটিশের জন্য অ্যালার্ট থাকতে হবে চাকরিপ্রার্থীদের।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর