বাংলাহান্ট ডেস্ক : আপাতত কেটে গিয়েছে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব। ধীরে ধীরে আবহাওয়া অনুকূল হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তাই আশা করা হচ্ছে এবার দেখা মিলবে ইলিশের (Ilish)। সমুদ্রে যাওয়ার জন্য রীতিমত প্রস্তুতি শুরু করে দিয়েছেন মৎস্যজীবীরা। জানা যাচ্ছে যে, আগামী ১৪ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবেন মৎস্যজীবীরা।
তার আগে জোর কদমে চলছে ট্রলার মেরামত করা থেকে শুরু করে জাল সারাইয়ের মত গুরুত্বপূর্ণ কাজগুলি। মাছ ধরার মরসুমে যাতে কোনরকম সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য জাল সারাই করা থেকে ট্রলার সারাই করার কাজ করে থাকেন মৎস্যজীবীরা। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই হঠাৎ করে এসে হাজির ঘূর্ণিঝড় রিমেল। তাই স্বাভাবিকভাবেই কাজে বাধা পড়ে যায়। দুদিন থেকে তিন দিন মত কাজ বন্ধ ছিল।
আরোও পড়ুন : বিশ্বমঞ্চে নারী শক্তির জয়! রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মান প্রদান ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে
তবে ঝড় মিটে যেতেই জোর কদমে নিজেদের কাজ সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। যেহেতু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল তাই মৎস্যজীবীরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। কাজ বন্ধ থাকার কারণে উপযুক্ত সময়ের পূর্বে কি ট্রলার গুলিকে প্রস্তুত করা যাবে? এই নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে আপাতত চিন্তার অবসান মৎস্যজীবীদের। দু তিন দিন কাজ বন্ধ থাকলেও, আবারও তারা জোর কদমে নিজেদের কাজ শুরু করেছেন।
এখন অবশ্য ঝড়ের প্রভাব একেবারেই কমে গিয়েছে। কিছু জায়গায় ট্রলার ডুবে গিয়েছিল সেগুলোকে তুলে আনা হয়েছে। মেরামতের কাজ চলছে। সামান্য ক্ষতি হয়েছে ঠিক কথায়, তবে বর্তমানে যা আবহাওয়া রয়েছে তাতে মৎস্যজীবীরা কিন্তু ভীষণ খুশি। আগামী দিনে বাজার জুড়ে ছেয়ে যাবে রূপলি শস্য ইলিশ। এমনটাই মনে করা হচ্ছে।