মাসিক বেতন ১৫,০০০! পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পে এবার বিরাট চাকরির সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে এবার বিরাট সুযোগ! সম্প্রতি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (DPMU), রূপশ্রী প্রকল্পের বিভিন্ন বিভাগে একাধিক পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জানিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে।

এই শূন্যপদগুলিতে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হল বর্তমান প্রতিবেদনে। জানা গিয়েছে যে, আপাতত ডাটা এন্ট্রি অপারেটর পদে এই নিয়োগ সম্পন্ন হবে। “ফুল টাইম”-এর ভিত্তিতে এখানে কাজের সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা।

রূপশ্রী প্রকল্পের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (DPMU)-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গেই কাজের সুযোগ পাবেন প্রার্থীরা। পাশাপাশি, এই কাজের জন্য মাসিক ১০,০০০-১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।

অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা ছাড়াও, Fresher-রাও আবেদন করতে পারবেন এখানে। সবচেয়ে বড় ব্যাপার হল, এই পদে আবেদনের ক্ষেত্রে কোনো রকম ফি বা Hidden Charge লাগবেনা। পাশাপাশি, আবেদনকারীদের বয়স অবশ্যই ৪০ বছরের নীচে হতে হবে। যদিও, সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী, বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

shutterstock 268688447
এছাড়াও, পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই আগে সম্পূর্ণ বিবরণটি ভালো ভাবে জেনে নিয়ে আবেদন করতে হবে। এছাড়াও, আবেদনের সময়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড নিতে হবে।

তারপরেই নাম, জন্মতারিখ, ইমেল, মোবাইল নম্বর, যোগ্যতা সবকিছু নির্ভুল ভাবে দিতে হবে আবেদনের সময়ে। সবশেষে আবেদনপত্রটির একটি প্রিন্ট বের করে নিতে হবে।
Official website: hooghly.nic.in


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর