শেয়ার মার্কেটে রক্ত ক্ষরণ! এক দিনে খোয়া গেল ১৪ লক্ষ কোটি টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই কেলেঙ্কারি কাণ্ড ঘটে চলেছে শেয়ার বাজারে (Share Market)। কিছুদিন আগেই চিনা ভাইরাসের ভারতে সংক্রমণের জেরে বড়সড় প্রভাব পড়ে মার্কেটে। আর এবার আমেরিকার আর্থিক পরিস্থিতির প্রভাবও পড়ল ভারতের শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতেই হুড়মুড়িয়ে পড়ল সূচকগুলি। মঙ্গলবারের মার্কেট (Share Market) নিয়েও চিন্তায় বিশেষজ্ঞরা।

বড়সড় ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে (Share Market)

সোমবার বড়সড় ধস নেমেছে শেয়ার মার্কেটে (Share Market)। ভারতীয় ব্লু চিপ সূচকগুলি সেনসেক্স আর নিফটিতে বড় পতন দেখা যায়। বিএসই সেনসেক্স পড়েছে ১,১০০ পয়েন্টেরও বেশি। সর্বনিম্ন ৭৬,২৫০ এ পৌঁছেছে এই সূচক। অন্যদিকে ৫০,৩৫০ পয়েন্ট পড়ে ২৩,০৪৭ পয়েন্টে নেমে গিয়েছে নিফটি। এদিন সমস্ত বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন কমেছে ১৪.৫৪ লক্ষ কোটি টাকা। মোট ৪১৬.০৮ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে সোমবার। কিন্তু কী কারণে এই বিপুল ধস?

Huge loss in share market on Monday

কেন এই বিপুল ক্ষতি: বাজারে (Share Market) ধসের জন্য মূলত চারটি কারণ উঠে আসছে। সোমবার মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপি ২৩ পয়সা কমে রেকর্ড লো ৮৬.২৭ টাকায় নেমে গিয়েছে। ডলার সূচক এদিন ছিল ১০৯.৯ এর কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় মুদ্রার এই ডাউনট্রেন্ড এবং FII এর সম্পর্ক জড়িত। কারণ ভারতের বাজারে FII বেশি বিক্রি করলে তা টাকার উপরে চাপ বাড়ায়। বছর পর ভারতীয় কর্পোরেট আয় ফের কমতে শুরু করেছে। গত দুই ত্রৈমাসিকে আয়ের সম্ভাব্য পরিমাণ কমিয়েছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন : এবার টের পাবে বাংলাদেশ! হিন্দু নির্যাতনের প্রতিবাদে ওপারে পণ্য রফতানি বন্ধের সিদ্ধান্ত এই ভারতীয় সংস্থার

মার্কিন আর্থিক পরিস্থিতির প্রভাব: মার্কিন চাকরির প্রতিবেদনের জেরে ফেডারেল রিজার্ভ প্রত্যাশিত হার কমানোর আশঙ্কা রয়েছে। মার্কিন মুলুকে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৪.১% এ। মার্কিন অর্থনীতিতে এটা ভালো খবর হলেও ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা অর্থ তুলে নিলে ভারতীয় অর্থনীতির উপরে চাপ পড়তে পারে। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ভারতীয় স্টকগুলিতে (Share Market) বিক্রি বজায় রেখেছে।

আরো পড়ুন : দেশ ছেড়ে পালানোর আগে শেষ ফোন কাকে করেছিলেন হাসিনা? প্রকাশ্যে কল রেকর্ড, শুরু হইচই

অন্যদিকে রাশিয়ার উপরে নয়া মার্কিন নিষেধাজ্ঞা চাপানোয় বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ১৫ সপ্তাহের হাই ছুঁয়েছে। এতে তেলের অন্যতম প্রধান আমদানিকারক হিসেবে ভারত চাপে পড়তে পারে। এই একাধিক কারণেই শেয়ার মার্কেটে ধস নেমেছে বলে মনে করা হচ্ছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর