কলকাতা থেকে ফের উদ্ধার টাকার পাহাড়! ব্যাগের চেন টানতেই বেরোল বান্ডিল বান্ডিল পাঁচশোর নোট

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের (Loksabha Vote) আগে টাকা উদ্ধারের দৌড়ে এগিয়ে কলকাতা (Kolkata)। একদিন আগেই কলকাতার শোভাবাজারে ১৩এ, মদনমোহনতলা স্ট্রিটের এক বিজ্ঞাপন সংস্থার অফিসে আয়কর অভিযান চালিয়ে উদ্ধার হয় কোটি টাকা। সেই রেশ কাটতে না কাটটেই ফের মিলল টাকার পাহাড়। এবার নাকা চেকিংয়ে এপিসি রোড থেকে দুই সন্দেহভাজনকে আটক করতেই চোখ কপালে নির্বাচন কমিশনের ক্রাইম ব্রাঞ্চের।

সূত্রের খবর, শুক্রবার রাতে কলকাতার এপিসি রোডে নাকা চেকিংয়ে নেমে সন্দেহভাজন দু’জনকে আটক করে নির্বাচন কমিশনের ক্রাইম ব্রাঞ্চ। একটি ব্যাগও বাজেয়াপ্ত করেন তারা। আর সেই ব্যাগের চেন টানতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগে থরে থরে পাঁচশো টাকার নোট (Money Recovered)। কমিশন সূত্রের খবর, ওই ব্যাগ থেকে প্রায় ১২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

   

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের একজন পোস্তা থানা এলাকার বাসিন্দা। অপর জনের বাড়ি হুগলিতে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী?কোথা থেকে ওই টাকা কোথায় চালান হচ্ছিল? এসব প্রশ্নের খোঁজ পেতে ধৃতদের জেরা শুরু করেছেন তদন্তকারীরা। তবে এখনও উদ্ধার হওয়া টাকা সম্পর্কে পাকা তথ্য মেলেনি বলেই খবর।

Money recovered from Income Tax raid

আরও পড়ুন: একের পর এক নির্দেশ অমান্য! এবার রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

আজ শনিবার অভিযুক্তদের আদালতে হাজির করাবে কমিশনের ক্রাইম ব্রাঞ্চ। হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। প্রসঙ্গত, বিগত কিছু সময়ে কলকাতায় বারংবার টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এবার ভোটের আগেই ফের সেই একই দৃশ্য। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফায় কলকাতায় ভোটগ্রহণ রয়েছে। তার আগে পর পর টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর