বাংলাহান্ট ডেস্ক : ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল কলকাতায়। কলকাতা পুলিশ সোমবার নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করল পার্কস্ট্রিটে (Park Street) একটি গাড়ি থেকে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স এদিন তল্লাশি চালায় পার্ক স্ট্রিটের একটি অফিসেও। এই ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গিয়েছে ওই আটক ব্যক্তির নিউ আলিপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ পার্ক স্ট্রিটে অভিযান চালায়। তল্লাশি চালানো হয় ৪৯ বছর বয়সী রাজেশ কাসেরা নামের এক ব্যক্তির গাড়িতে। সেই তল্লাশির সময় এই গাড়ি থেকে উদ্ধার হয় টাকা। তার বক্তব্যে অসঙ্গতি থাকায় ও বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে জানার চেষ্টা হচ্ছে ওই ব্যক্তি কি কারনে এত নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন।
কলকাতা পুলিশ কিছুদিন আগেই শহরে উদ্ধার করেছিল টাকা। সেবার বান্ডিল বান্ডিল নোট মেলে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের একটি গাড়িতে। সে সময় উদ্ধার হয় প্রায় এক কোটি টাকা নগদ। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। এই ঘটনার ২৪ ঘন্টা আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) কয়লা পাচার কান্ডের তদন্তে নেমে বালিগঞ্জের একটি বেসরকারি অফিস থেকে উদ্ধার করে এক কোটি চল্লিশ লক্ষ টাকা।
কলকাতায় একের পর এক টাকা উদ্ধার মনে করিয়ে দিচ্ছে গত বছর জুলাই মাসের একটি ঘটনাকে। সেই সময় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২১ কোটি টাকা। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে তদন্তকারীরা উদ্ধার করে প্রায় ২৮ কোটি টাকা। এরপরই গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকা। এরকম ভাবে একের পর এক টাকা উদ্ধার রীতিমতো ঘুম উড়িয়েছে তদন্তকারীদের।