বাংলাহান্ট ডেস্ক : বেলঘড়িয়া, টালিগঞ্জ, গার্ডেনরিচের পর তালিকায় যুক্ত হল খড়দহ। এবার খড়দহের (Khardaha) একটি ফ্যাট থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। ঘটনাটি খরদহের নাথুপাল ঘাট রোডে এক অধ্যাপকের (Professor) বাড়ির। বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) গোয়েন্দা বিভাগ ও খড়দহ থানার পুলিশ এখনও পর্যন্ত উদ্ধার করতে পেরেছে ৩২ লক্ষ টাকা। জানা গিয়েছে, ২০০০ টাকার নোটের (Money) বিপুল পরিমাণ বান্ডিল মিলেছে।
পেশায় অধ্যাপক অমিতাভ দাস থাকেন খড়দহ নাথুপাল ঘাট রোডের শিরোমণি আবাসনের একতলায়। অমিতাভ বাবুর স্ত্রী ও এক সন্তান ওই ফ্ল্যাটেই থাকেন। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক ও খড়দহ থানার পুলিশ বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে হানা দেয় ওই ফ্ল্যাটে। এরপর ফ্ল্যাটে রীতিমতো চিরুনি তল্লাশি চালান গোয়েন্দারা।
তবে এখনও স্পষ্ট নয় ঠিক কি কারণে নির্দিষ্ট ওই ফ্ল্যাটেই পুলিশ তল্লাশি চালাল। খতিয়ে দেখা হচ্ছে ওই অধ্যাপক কোন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন কিনা। যদিও অধ্যাপকের প্রতিবেশীরা জানিয়েছেন, সন্দেহজনক কিছু এর আগে তাদের চোখে পড়েনি। বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খরদহের নাথুপাল ঘাট রোড সংলগ্ন এলাকায়। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দহ থানার পুলিশ।
প্রসঙ্গত, গত বছর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। তারপরই গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ১৭ কোটি টাকা। সেই টাকা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার এক অধ্যাপকের ফ্ল্যাট থেকে মিলল লক্ষ্ লক্ষ্ টাকা। টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। বিজেপির দাবি এই ঘটনা থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।