ওরেব্বাবা কী ভিড়! ২১ জুলাই কলকাতা মেট্রোতে শুধুই কালো মাথা! যাত্রী কত হয়েছিল জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রতি বছরের মতো এ বছরও ধর্মতলায় আয়োজন করেছিল শহীদ দিবসের। এই সভায় যোগ দিতে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বাস, ট্রেনের পাশাপাশি এদিন বাড়তি ভিড় দেখা গিয়েছিল কলকাতা মেট্রোতেও (Kolkata Metro)।

শহীদ দিবসে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ভিড়

কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে ২১ জুলাই বেলা ৩টা পর্যন্ত মেট্রোর ব্লু লাইনের (উত্তর-দক্ষিণ করিডোর) যাত্রী সংখ্যা প্রকাশ করা হল। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো (Metro Railway) জানিয়েছে, ২১ জুলাই বেলা ৩টে পর্যন্ত কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাতায়াত করেছেন ১.৯২ লক্ষ যাত্রী।

আরোও পড়ুন : চাদর থেকে শুরু করে কম্বল, ঠিক কতটা ‘ক্লিন’ জানিয়ে দেবে AI! অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

তার আগের  রবিবারের (১৪ জুলাই) থেকে ৮০ শতাংশ বেশি যাত্রী ছিল গত রবিবার অর্থাৎ ২১ জুলাই। ধর্মতলার ব্রিগেডে শহীদ সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় রাজনৈতিক সমাবেশের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো (Kolkata Metro) প্রথম থেকে তৎপর ছিল ভিড় মোকাবিলায়।

আরোও পড়ুন : কালো দুধ দেয় একমাত্র এই প্রাণীটিই! এও কী সম্ভব? অবিশ্বাস্য লাগলেও চিনুন অ্যানিমালটিকে

অন্যান্য রবিবারের মতো এদিনও সকাল ন’টা থেকে ব্লু লাইনে শুরু হয় মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ভিড় মোকাবিলা করতে এদিন খোলা হয়েছিল অতিরিক্ত কাউন্টার। রাখা হয়েছিল অতিরিক্ত কর্মী। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি স্টেশনে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত আরপিএফ।

Metro

যে কোনও সমাবেশ ও উৎসবের দিনে ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো (Kolkata Metro) সারা বছরই তৎপর থাকে। দুর্গাপুজো ও অন্যান্য পার্বণ, আইপিএল বা আইএসএলের মতো গুরুত্বপূর্ণ খেলা থাকলে অনেক রাত পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে মেট্রো। সেইমতো ২১শে জুলাই এর দিন রাজনৈতিক সমাবেশের কথা মাথায় রেখে আগে থেকেই তৎপর ছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর