খেল দেখাল সুরা! আগের বছরের তুলনায় বিক্রি হল কোটি টাকার বেশি মদ, মোটা লাভ রাজ্য সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সুরাপ্রেমীদের হাত ধরে ফের একবার লক্ষ্মীলাভ রাজ্যের। মদ (Alcohol) বিক্রি করে রেকর্ড পরিমাণ রাজস্ব এল রাজ্যের কোষাগারে। ২০২২-২৩ আর্থিক বছরের তুলনায় হাজার কোটির বেশি মদ বিক্রি হয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ব্যারাকপুর ও আলিপুর গত আর্থিক বছরের তুলনায় ১০০০ কোটি টাকার বেশি মদ বিক্রি করে তৈরি করে ফেলেছে রেকর্ড।

রাজ্যে ১৮ হাজার কোটি টাকার মদ বিক্রি হয় ২০২১-২২ আর্থিক বছরে। তা থেকে ১১ হাজার কোটি টাকা মতো রাজস্ব আদায় হয়েছিল। রাজ্য সরকার ২০২২ সালে রেকর্ড ২১ হাজার কোটি টাকার মদ বিক্রি করে। তার থেকে ১৫ হাজার কোটি টাকা মতো কর আদায় হয়েছিল। ২০২৩-২৪ আর্থিক বছরে মদ বিক্রির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকায়। রেকর্ড সৃষ্টি করে সরকার এর থেকে আদায় করেছে ১৭ হাজার কোটি টাকার কর।

আরোও পড়ুন : দাম কমতে চলেছে ওষুধের! ডায়াবেটিস, হার্ট, সুগারের রোগীদের অবশেষে স্বস্তি

জলপাইগুড়ির সহকারী আবগারি অধিকর্তা সুজিত দাস জানান, “উত্তরবঙ্গ থেকেও খুব ভালো মদ বিক্রি হয়েছে । যা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা আমরা ছাপিয়ে গিয়েছি । পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে থাকা ভুটান, বাংলাদেশ, নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত ও বিহার, অসম, সিকিমের মতো আন্তঃরাজ্য সীমান্ত থেকে অবৈধ মদ পাচারে আমরা ভালো রাশ টানতে পেরেছি । এছাড়াও জাল মদের কারখানা সাফল্যের সঙ্গে অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে।”

This time alcohol will be available here at a very cheap price

আবগারি দপ্তর ২০২৩-২৪ আর্থিক বছরে ২৩ হাজার কোটি টাকার মদ বিক্রি করার লক্ষ্যমাত্রা নেয়। সেখানে বিক্রি করা সম্ভব হয়েছে ২৩ হাজার কোটি টাকার মদ। গত এক বছরে সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। রাজ্যের এই জেলায় গত এক বছরে মদ বিক্রির পরিমাণ ১৫৯৯ কোটি টাকা। কালিম্পং জেলায় বিক্রি হয়েছে সব থেকে কম পরিমান মদ। উত্তরের এই জেলায় গত এক বছরে ৪৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X