বাংলাহান্ট ডেস্ক : সুরাপ্রেমীদের হাত ধরে ফের একবার লক্ষ্মীলাভ রাজ্যের। মদ (Alcohol) বিক্রি করে রেকর্ড পরিমাণ রাজস্ব এল রাজ্যের কোষাগারে। ২০২২-২৩ আর্থিক বছরের তুলনায় হাজার কোটির বেশি মদ বিক্রি হয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ব্যারাকপুর ও আলিপুর গত আর্থিক বছরের তুলনায় ১০০০ কোটি টাকার বেশি মদ বিক্রি করে তৈরি করে ফেলেছে রেকর্ড।
রাজ্যে ১৮ হাজার কোটি টাকার মদ বিক্রি হয় ২০২১-২২ আর্থিক বছরে। তা থেকে ১১ হাজার কোটি টাকা মতো রাজস্ব আদায় হয়েছিল। রাজ্য সরকার ২০২২ সালে রেকর্ড ২১ হাজার কোটি টাকার মদ বিক্রি করে। তার থেকে ১৫ হাজার কোটি টাকা মতো কর আদায় হয়েছিল। ২০২৩-২৪ আর্থিক বছরে মদ বিক্রির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকায়। রেকর্ড সৃষ্টি করে সরকার এর থেকে আদায় করেছে ১৭ হাজার কোটি টাকার কর।
আরোও পড়ুন : দাম কমতে চলেছে ওষুধের! ডায়াবেটিস, হার্ট, সুগারের রোগীদের অবশেষে স্বস্তি
জলপাইগুড়ির সহকারী আবগারি অধিকর্তা সুজিত দাস জানান, “উত্তরবঙ্গ থেকেও খুব ভালো মদ বিক্রি হয়েছে । যা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা আমরা ছাপিয়ে গিয়েছি । পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে থাকা ভুটান, বাংলাদেশ, নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত ও বিহার, অসম, সিকিমের মতো আন্তঃরাজ্য সীমান্ত থেকে অবৈধ মদ পাচারে আমরা ভালো রাশ টানতে পেরেছি । এছাড়াও জাল মদের কারখানা সাফল্যের সঙ্গে অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে।”
আবগারি দপ্তর ২০২৩-২৪ আর্থিক বছরে ২৩ হাজার কোটি টাকার মদ বিক্রি করার লক্ষ্যমাত্রা নেয়। সেখানে বিক্রি করা সম্ভব হয়েছে ২৩ হাজার কোটি টাকার মদ। গত এক বছরে সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। রাজ্যের এই জেলায় গত এক বছরে মদ বিক্রির পরিমাণ ১৫৯৯ কোটি টাকা। কালিম্পং জেলায় বিক্রি হয়েছে সব থেকে কম পরিমান মদ। উত্তরের এই জেলায় গত এক বছরে ৪৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার