কলকাতায় থেকে-খেয়ে রোজগার করলেও দেননি করের টাকা, এবার বড় পদক্ষেপ নিল পুরসভা, ঘুম উড়ল অনেকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিপুল পরিমাণ বকেয়া কর আদায়ে এবার উঠেপড়ে লাগতে চলেছে কলকাতা পুরসভা (Calcutta Municipal Corporation)। এবারে যে রেকর্ড পরিমাণ কর আদায় হয়েছে তা আগেই জানা গিয়েছিল এবার সামনে এল সেই করের পরিমাণ। আর সেই অঙ্কটা দেখে কার্যত হতভম্ব খোদ পুরসভার (Calcutta Municipal Corporation) কর্তারাই। তাই এই বিপুল পরীক্ষা কর আদায় করতে উদ্যোগী হয়ে উঠেছেন পুরসভার আধিকারিকরা।

বিপুল সম্পত্তি কর বকেয়া কলকাতা পুরসভার (Calcutta Municipal Corporation)

কলকাতা পুরসভা (Calcutta Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, ধনী নাগরিকরা এ শহরে থেকে অর্থ রোজগার করলেও দেননি সম্পত্তি কর। এর ফলে বিপুল পরিমাণ কর বাকি থেকে গিয়েছে। সূত্রের খবর বলছে, বাকি থেকে যাওয়া করের পরিমাণ নাকি সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। পুরসভা সূত্রে খবর, ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকার মধ্যে সম্পত্তি কর বাকি রয়েছে, এমন করদাতাদের সংখ্যা ৭৯৬।

Huge property tax to pay Calcutta municipal Corporation

কত টাকা কর বাকি: ১ কোটি টাকারও বেশি বাকি রয়েছে এমন করদাতাদের ৭২৯। জানা যাচ্ছে, বকেয়া করের সঙ্গে সুদ এবং জরিমানার টাকা যোগ করেই দাঁড়িয়েছে এই বিপুলে পরিমাণ অঙ্ক। ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে বকেয়া থাকা মূল করের পরিমাণ ২৪৪ কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে সুদ এবং জরিমানা। তাতে অঙ্ক দাঁড়ায় ৫৫৮ কোটি টাকা। রিপোর্ট বলছে, এক কোটিরও বেশি বকেয়া করদাতাদের মূল করের পরিমাণ রয়েছে ১ হাজার ১৭৮ কোটি টাকা। সুদ এবং জরিমানা যুক্ত হয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৬ কোটি টাকা।

আরো পড়ুন : পাকিস্তানের ইনিই ‘মাস্টারমাইন্ড’? কার নির্দেশে পহেলগাঁওতে হিন্দু নিধন? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

টাকা উদ্ধারে নির্দেশ: এই দুই অঙ্ক যোগ করলে দাঁড়াচ্ছে ৩ হাজার ৫০৪ কোটি টাকা। উল্লেখ্য, এই টাকাটা উদ্ধার করা গেলে শহরের (Calcutta Municipal Corporation) প্রভূত উন্নতি করা যাবে। তবে কাজটা সহজ নয়। আর তা মাথায় রেখেই টিম তৈরি করে কাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : ‘বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে..,’ কাশ্মীরে হামলার প্রতিবাদ করায় TMC ছাত্র পরিষদ সদস্যের থেকে ধর্ষণের হুমকি! বিস্ফোরক অভিযোগ যুবতীর

জানা যাচ্ছে বকেয়া টাকা উদ্ধার করতে কর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে অনেকটা টাকাই উদ্ধার করা হয়েছে। কিন্তু তারপরেও এত বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়ে গিয়েছে। তাই এবার বকেয়া না মেটানো হলে আইনি সাহায্য নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X