দিতে হবে না পরীক্ষা! মিলবে মোটা বেতনের দুর্দান্ত চাকরি, প্রচুর কর্মী নিয়োগ আয়কর বিভাগে

বাংলাহান্ট ডেস্ক : সুসংবাদ। কপাল খুলতে চলেছে চাকরিপ্রার্থীদের। একটি বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে আয়কর দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী এই কর্মী নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অর্থাৎ চাকরিপ্রার্থীদের বসতে হবে না লিখিত পরীক্ষায়।

interview

   

তবে এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে? এসব সংক্রান্ত বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল। তবে আবেদন পদ্ধতি ও অন্যান্য বিষয় বিস্তারিত জানার জন্য ভিজিট করুন incometaxindia.gov.in পোর্টালে। জানা গিয়েছে, আবেদন শেষ তারিখ – ২৮-১২-২০২৩

আরোও পড়ুন : মিড-ডে মিল আনতে গিয়ে বিস্ফোরণ! বল ভেবে খেলতে গিয়ে মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি তিন শিশুর

•পদের নাম – অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

শূন্য পদের সংখ্যা: ৬টি

বয়স: সর্বোচ্চ ৫৬ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই পদে।

যোগ্যতা: আবেদনকারীর CST তে মাস্টার ডিগ্রী থাকা বাধ্যতামূলক। সাথে থাকতে হবে দু বছর কাজের অভিজ্ঞতা। এছাড়াও প্রার্থীকে সরকারি কর্মী হতে হবে।

বেতন: ১৫,৬০০/- থেকে ৩৯,১০০/- টাকা

আরোও পড়ুন: নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা! তছনছ হবে সব, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল IMD

•পদের নাম – ডিরেক্টর

শূন্য পদের সংখ্যা: ৪টি

বয়স: এই পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর

যোগ্যতা: আবেদনকারীর CST তে মাস্টার ডিগ্রী থাকা বাধ্যতামূলক। সাথে থাকতে হবে ১২ বছর কাজ করার অভিজ্ঞতা ও অবশ্যই আবেদনকারীকে সরকারি কর্মচারী হতে হবে।

বেতন: এই পদে যিনি নির্বাচিত হবেন তাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,৩১,১০০/- থেকে ২,১৬,৬০০/- টাকা।

JOB RECRUITMENT

•পদের নাম – ডেপুটি ডিরেক্টর

শূন্য পদের সংখ্যা: ৭টি

বয়স: আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা: আবেদনকারীর CST তে মাস্টার ডিগ্রী থাকা বাধ্যতামূলক ও ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে সরকারি কর্মচারী হতে হবে।

বেতন: ১৫,৬০০/- থেকে ৩৯,১০০/- টাকা

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর