বাংলা হান্ট ডেস্ক : দেশের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট খবর। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বিভিন্ন গ্রুপ বি এবং সি পদে নিয়োগের (Recruitment) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী এবং যোগ্য মহিলা-পুরুষ প্রার্থীরা ১৫ এপ্রিল পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট bsf.gov.in-এ গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই বিস্তারিত।
শূন্যপদ: সূত্রের খবর, কনস্টেবল, এএসআই এবং এসআই সহ মোট ৮২টি পদে নিয়োগ করা হবে। শূন্যপদে নিয়োগের বিবরণ নিম্নরূপ –
সহকারী বিমান মেকানিক (ASI): ৮টি পদ
সহকারী রেডিও মেকানিক (ASI): ১১টি পদ
কনস্টেবল (Store Man): ৩টি পদ
এসআই : ১৩টি পদ
এসআই/জেই (ইলেকট্রিক্যাল): ৯টি পদ
গ্রুপ গ
HC অর্থাৎ হেড কনস্টেবল : ১ টি পদ
HC : ১ টি পদ
কনস্টেবল (Genarator Oparator): ১৩টি পদ
কনস্টেবল (Genarator Mechanic): ১৪টি পদ
কনস্টেবল (Line Man): ৯টি পদ।
এই পদগুলোতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
প্রয়োজনীয় যোগ্যতা নিম্নরূপ:
সহকারী বিমান মেকানিক (ASI) : প্রাসঙ্গিক ট্রেডে তিন বছরের ডিপ্লোমা।
সহকারী রেডিও মেকানিক (ASI) : বেসামরিক বিমান চলাচল মহাপরিচালক কর্তৃক স্বীকৃত টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা।
কনস্টেবল (স্টোরম্যান) : যে কোনও স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় ম্যাট্রিকুলেশন পাস।
আরও পড়ুন : স্কুল পড়ুয়াদের জন্য বিরাট ‘চমক’! বড় উপহার নিয়ে এল রাজ্য সরকার
এসআই : কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা।
এসআই/জেই (ইলেকট্রিকাল) : যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক বিভাগে তিন বছরের ডিপ্লোমা।
এইচসি (প্লাম্বার) : মাধ্যমিক পাশের সার্টিফিকেটের সাথে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সেই সংস্থার থেকে তিন বছরের অভিজ্ঞতার শংসাপত্র থাকতে হবে।
আরও পড়ুন : ‘কে দিয়েছে জানিনা…’, কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড নিয়ে মুখে কুলুপ আঁটল TMC, JDU
HC (কাঠমিস্ত্রি) : প্রার্থীদের কাছে অবশ্যই ম্যাট্রিকুলেশন বা তার সমমানের কোনও ডিগ্রি থাকতে হবে। এবং কোনও নামী ফার্ম থেকে কাঠমিস্ত্রির ব্যবসায় তিন বছরের অভিজ্ঞতা সহ আইটিআই শংসাপত্র থাকতে হবে।
মাসিক বেতন :
এয়ার উইং : ২৯২০০ থেকে ৯২৩০০ টাকা এবং ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা।
ইঞ্জিনিয়ারিং : ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা এবং ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি : আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in খুলুন। এই লিঙ্কে আবেদনের অপশন দেখতে পাবেন। সেখানে প্রয়োজনীয় নথী দিয়ে সেটি পূরণ করুন এবং একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।