আরও ধনী হল ভারত! এবার এই রাজ্যে পাওয়া গেল “সাদা সোনা”-র বিপুল ভান্ডার

বাংলা হান্ট ডেস্ক: রীতিমতো পরপর “লক্ষ্মীলাভ” ঘটছে ভারতের (India)। ঠিক মাস চারেক আগেই জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় লিথিয়ামের (Lithium) বিপুল ভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছিল। এই সন্ধান কার্যত অবাক করে দিয়েছিল সবাইকেই। তবে, এবার সামনে এল আরও বড়সড় চমক। সম্প্রতি রাজস্থানেও সন্ধান মিলল লিথিয়ামের।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজস্থানের দেগানা এলাকায় লিথিয়ামের খনির সন্ধান পাওয়া গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, গত ফেব্রুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে যে পরিমাণ লিথিয়াম পাওয়া গিয়েছিল, তার থেকে অনেক বেশি পরিমাণ লিথিয়াম মজুত রয়েছে রাজস্থানে।

পাশাপাশি, রাজস্থানের সরকারি আধিকারিকরা আবার দাবি করেছেন যে, ওই রাজ্যে যে পরিমাণ লিথিয়াম পাওয়া গিয়েছে, তা দিয়ে খুব সহজেই দেশের ৮০ শতাংশেরও বেশি চাহিদা পূরণ করা সম্ভব। তবে, রাজস্থানে ঠিক কত পরিমাণ লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে তা নির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। এমতাবস্থায়, মাত্র ৪ মাসের ব্যবধানেই জম্মু ও কাশ্মীরের পর দেশে ফের লিথিয়ামের ভান্ডারের খোঁজ পাওয়ায় ব্যাটারি শিল্পের অগ্রসর ঘটবে বলে অনুমান করছেন সকলেই।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপে যে ধরণের ব্যাটারি ব্যবহার করা হয়, সেই ব্যাটারিগুলির অন্যতম প্রধান উপাদান হল লিথিয়াম। পাশাপাশি, সাম্প্রতিককালের বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রেও লিথিয়ামের ভূমিকা অপরিসীম। তাই, দেশে লিথিয়ামের খনির সন্ধান পাওয়া নিঃসন্দেহে বড় বিষয়।

1683534837 2

এদিকে, এতদিন যাবৎ এই লিথিয়ামের জন্যই অন্য দেশের উপর নির্ভর করতে হত ভারতকে। তবে, এবার দেশে বিপুল পরিমাণে লিথিয়াম মজুত থাকায় সেই নির্ভরতা হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইউএস জিওলজিক্যাল সার্ভের পরিসংখ্যান অনুযায়ী, সমগ্ৰ বিশ্বজুড়ে যেসমস্ত দেশে লিথিয়ামের সবচেয়ে বেশি ভান্ডার রয়েছে, সেগুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে ভারত।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর