নতুন বছরেই ‘লক্ষ্মী লাভ’! পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের সুবিধা পাবেন আপনি?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে ব্যাপক হিট রাজ্যের একাধিক জনমোহিনী প্রকল্প। লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, তরুনের স্বপ্ন, যুবশ্রী,সবুজ সাথী ইত্যাদি একাধিক প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের হাজার হাজার মানুষ। একই সাথে রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেও চালু করা হয়েছে আরও একটি প্রকল্প।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্পে বিরাট কর্মসংস্থানের সুযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই স্বপ্নের প্রকল্পের নাম হলো ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’। ২০২৩  সালের ১ এপ্রিল থেকেই প্রকল্পটি চালু করা হয়েছিল। জানা যাচ্ছে মাত্র ২০ মাসের মধ্যেই এই প্রকল্পে অভূতপূর্ব সাড়া পেয়েছে রাজ্য। আগামী দিনে এই প্রকল্প আরও সাফল্য অর্জন করবে বলেই আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার।

এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট ৮০০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। অনেকেই অনুমান করছেন আগামী দিনে এই প্রকল্পের হাত ধরে রাজ্যের ক্ষুদ্র শিল্পের জগতে নতুন দিগন্ত খুলে যাবে। এই প্রকল্পের সাহায্যে নিয়ই  রাজ্যের অনেক বেকার যুবক-যুবতী নতুন ব্যবসা শুরুর পথে হাঁটছেন।

তাই আগামী দিনে এই প্রকল্পের হাত ধরে রাজ্যের ক্ষুদ্র শিল্পের জগতে জোয়ার আসতে পারে বলেই মনে করছেন অনেকে। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ঋণ দানের টাকার অংকের পরিমাণ হাজার কোটির গন্ডি ছাড়িয়ে যাবে বলে আশাবাদী রাজ্য সরকার (Mamata Banerjee)। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে রাজ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়ে থাকে। সরকারি এই প্রকল্পে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন: মালদহে প্রকাশ্য দিনের আলোয় খুন তৃণমূল নেতা! মাথা ফুঁড়ে বেরিয়ে গেল গুলি

জানা যাচ্ছে,গত একমাস ধরে চলা রাজ্যের প্রতিটি ব্লকের ‘শিল্পের সমাধান’ শিবিরে অসংখ্য মানুষ এই প্রকল্প সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছেন। এই প্রকল্পে প্রায় দেড় লক্ষ মানুষ সাড়া দিয়েছেন। রাজ্যের প্রশাসনের মতে এই প্রকল্প রাজ্যে বেকারত্বের হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে এই প্রকল্প আরও জনপ্রিয়তা অর্জন করবে বলেই আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার।

Credit Card

অনলাইনে এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করার জন্য WBBCCS পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অথবা https://bccs.wb.gov.in/- লিঙ্কে ক্লিক করেও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি নথির প্রয়োজন হবে। যার মধ্যে অন্যতম ভোটার কার্ড, আধার কার্ড সহ প্যান কার্ড এবং বয়সের প্রমাণপত্র। তবে এই প্রকল্পের আবেদন করার আগে মনে রাখতে হবে অন্য কোন ব্যাংক থেকে লোন নিয়ে যারা পরিশোধ করতে পারেননি তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর