‘এক ছোবলেই ছবি’, ভারতের এই রাজ্য সাপেদেরই আঁতুড়ঘর! একবার যাবেন নাকি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সাপ, সাধারণ চোখে নিরীহ এই সরীসৃপ প্রাণীটি সময়ে-অসময়ে হয়ে ওঠে আতঙ্কের এক নাম। বিষাক্ত সাপের কামড় এড়াতেও রয়েছে কার্বলিক অ্যাসিড, ব্লিচিং থেকে শুরু করে আরও হাজারও রকম ব্যবস্থা। তবে সাপ নামক এই প্রাণীটিকে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এমনকি বিশ্বের একাধিক বিষাক্ত প্রজাপতির সাপের বাসস্থান ভারতবর্ষ (India)।

সাপে ভর্তি ভারতের (India) এই রাজ্য

তবে আমাদের দেশে এমন একটি রাজ্য রয়েছে, যেখানে দেখা মেলে সব থেকে বেশি প্রজাতির সাপের। ভারতের (India) এই রাজ্যে মানুষ ও সাপের সহাবস্থান অনেক সময়ই হতবাক করে আমাদের। বলা হয়ে থাকে, ভারতের এই রাজ্যটিতেই রয়েছে সব থেকে বেশি সংখ্যক সাপ। বাড়ির উঠোন হোক কিংবা অফিসের টেবিল, এই রাজ্যে স্বর্পদর্শন মেলে যখন-তখন।

আরও পড়ুন : ভয়াবহ! বিকট শব্দে কেঁপে উঠল গুজরাটের বাজি কারখানা, মৃত কমপক্ষে ১৮

মনোরম উপকূলরেখার জন্য বিখ্যাত এই রাজ্যে প্রতিবছর আগমন ঘটে লক্ষ লক্ষ পর্যটকের। প্রকৃতির অপরূপ লীলাক্ষেত্র যেন নিজস্বতা পেয়েছে ভারতের এই রাজ্যে। এই রাজ্যের এমন একটিও গ্রাম নেই যেখানে সাপের দেখা মেলে না। বিজ্ঞানীরা বলে থাকেন, প্রায় ৩৫০ প্রজাতির সাপের বাসস্থান ভারতের এই রাজ্য।

আরও পড়ুন : মাত্র ৬ দিনের ব্যবধানে ইউনূসের উদ্দেশ্যে দ্বিতীয় চিঠি মোদির! দিলেন বিশেষ বার্তা

ভারতের সর্বাধিক প্রজাতির সাপের দেখা মেলে এই রাজ্যেই। ক্রান্তীয় জলবায়ু ও বৃষ্টির প্রাচুর্যতার কারণে ভারতের এই রাজ্যটি হয়ে উঠেছে সাপেদের মুক্তাঞ্চল। গাছপালার আর্দ্র পরিবেশ সাপেদের বসবাসের জন্য সবথেকে উপযুক্ত। জীববৈচিত্র্যের সমাহার সাপের বংশবিস্তার ও নিরাপদ বসবাসের পক্ষে অত্যন্ত সহায়ক হয়ে ওঠে।

সেই কারণেই এই রাজ্যে সাপের (Snake) সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যেই এমন কিছু সাপের দেখাও পান যা অত্যন্ত বিষধর। তাদের মধ্যে রয়েছে কোবরাও। আপনাদের জানিয়ে রাখি, ভারতের দক্ষিণের রাজ্য কেরলায় (Kerala) কোবরা এবং ভাইপারের পাশাপাশি রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির সাপ।

Huge snakes found in this state of India.

কেরলে যে সংখ্যক সাপের দেখা মেলে, তা ভারতের অন্য কোনও অঞ্চলে পাওয়া যায় না। তবে ঐতিহ্যবাহী রীতি ও সাবধানতা অনেকাংশেই কেরলের বাসিন্দাদের রক্ষা করছে সাপের আক্রমণ থেকে। মাঝেমধ্যে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে বটে, তবে যুগ যুগ ধরে মানুষ ও সাপের সহাবস্থান দক্ষিণের এই রাজ্যটিকে করে তুলেছে অনন্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X