‘লিওর সাথে রাত না কাটিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি’ হুইটনি জানালেন তার ভুল

Published On:

বাংলা হান্ট ডেস্ক: টেলিভিশনের রিয়ালিটি স্টার হুইটনি পোর্ট সম্প্রতি জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানালেন আর সেখানে উঠে এল লিওনার্দো ডিক্যাপ্রিয়োর কথা। ২০০৯ সালে দ্য হিলস-এর তারকা হুইটনি জানিয়েছেন, এক দশক আগে লিওর সঙ্গে রাত না কাটিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন।

তিনি বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনও দিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি ওঁর সঙ্গে একা থাকতে চাইনি… আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তার পরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’

প্রসঙ্গত ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে হুইটনির দেখা হয়। সেখানে ফোন নম্বর আদানপ্রদান হয়। কয়েক মাস মেসেজে কথা বলার পর ডিক্যাপ্রিও তাঁকে ডেট-এ ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিওর সঙ্গে তাঁর বাড়িতে যেতে চান না কিনা সেই প্রস্তাবও দেওয়া হয় হুইটনিকে।

তবে হুইটনি এখন টিম রোজম্যানের সঙ্গে বিয়ে করেছেন। তাঁদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে।ক্যাপ্রিও অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে ডেট করছেন বলে খবর।

X